এটিএমকে ছাড়াই 'নোয়াশাল'র শুটিং

প্রকাশ | ০৭ জুলাই ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
আজ থেকে প্রায় সাত বছর আগে আরটিভিতে অভিনেতা মীর সাব্বিরের নির্দেশনায় নির্মিত এই সময়ের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক 'নোয়াশালে'র প্রচার শুরু হয়েছিল। টিভি পর্দার এবং সিনেমার অনেক জনপ্রিয় তারকাই শুরু থেকে এই দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। অনেকেই শুরু থেকে থাকলেও শেষ পর্যন্ত অনেক তারকাই থাকতে পারেননি। আবার অনেকেই শুরু থেকে শেষ পর্যন্ত 'নোয়াশাল' পরিবারের সঙ্গে সুখে দুঃখে থেকেছেন। এই ধারাবাহিকের শুরু থেকে শেষ পর্যন্ত অভিনেতা এ টি এম শামসুজ্জামান অভিনয় করেছেন। তার যতই কষ্ট হোক তিনি মীর সাব্বিরকে সিডিউল দিয়েছেন নাটকটিতে অভিনয়ের জন্য। কিন্তু গত এপ্রিল থেকে এখন পর্যন্ত এ টি এম শামসুজ্জামান হাসপাতালেই চিকিৎসাধীন থাকার কারণে 'নোয়াশালে'র শেষ পর্যায়ের শুটিংয়ে তিনি থাকতে পারছেন না। মীর সাব্বির জানান, এই মুহূর্তে 'নোয়াশাল' ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বের শুটিং হচ্ছে। চলতি সপ্তাহেই শেষ হয়ে যাবে 'নোয়াশালে'র শুটিং। মীর সাব্বিরের প্রবল ইচ্ছে থাকার পরও ধারাবাহিকটির শেষ পর্যায়ের শুটিংয়ে থাকতে পারছেন না এ টি এম শামসুজ্জামান। বিষয়টি জানাতে গিয়ে অনেকটাই আবেগাপস্নুত হয়ে পড়েন মীর সাব্বির। মীর সাব্বির বললেন, 'এ টি এম ভাই আমাদের দেশের গর্ব, আমাদের চলচ্চিত্রের, নাটকের গর্ব তিনি। একজন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা তিনি। আমার নোয়াশাল নাটকের অলঙ্কার তিনি, আমার নোয়াশাল নাটকের প্রাণ তিনি। শুধু তার কারণেই এই নাটকের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। গত এপ্রিলে যখন সিডিউল ঠিক করি তাকে নিয়ে শুটিং করার সময় তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন। এখন নোয়াশালের শেষ মুহূর্তের শুটিং চলছে। আমার ভীষণ ইচ্ছে ছিল নোয়াশালের শেষদিন পর্যন্ত এ টি এম ভাইকে নিয়ে শুটিং করার। কিন্তু সেটা আর হয়ে উঠল না। তারপরও এ টি এম ভাইয়ের আন্তরিক সহযোগিতার কথা কোনোদিন ভুলব না। তার কাছে আমি ঋণী হয়ে রইলাম। ' আরটিভিতে ৮৭১'তম পর্ব প্রচারের মধ্যদিয়ে শিগগিরই শেষ হবে 'নোয়াশালে'র প্রচার।