অভিনয়ে ফিরতে আপত্তি মাহফুজের

প্রকাশ | ১৭ জুলাই ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
মাহফুজ আহমেদ
দীর্ঘদিন ধরে পর্দায় অনুপস্থিত একসময়ের দাপুটে অভিনেতা মাহফুজ আহমেদ। একটা সময় টিভি পর্দা খুললেই কোনো না কোনো নাটকে দেখা যেত তাকে। তবে এখন সে দৃশ্য দেখা যায় না। মাঝেমধ্যে ইউটিউবে দু'একটা যাও দেখা যায়, সেসবও আগের অভিনীত নাটক। কিন্তু হঠাৎ এমন কী হলো? এসব জানতেই সম্প্রতি গণমাধ্যমকর্মীরা মুখমুখি হয়েছিলেন এ অভিনেতার। \হমাহফুজ বলেন, 'অনেক দিন ধরেই ভাবছিলাম মানহীন নাটকে আর কাজ করব না। এ সিদ্ধান্তের ফলেই নাটক থেকে দূরে আছি। এ সময়ে যে ধরনের নাটক হয় এবং যেভাবে নির্মিত হয়, তার সঙ্গে আমার কাজের ধরন যায় না। এ ধারায় আমি কাজ করতে চাই না। তিনি বলেন, আমি হঠাৎ করেই দর্শকের পরিচিতি পাইনি। আমার আজকের এ অবস্থানে আসার জন্য অনেক পরিশ্রম, কষ্ট এবং সময় ব্যয় করতে হয়েছে। দর্শকের কাছে আমার যে জায়গা তৈরি হয়েছে সেটা যেনতেনভাবে নষ্ট করতে চাই না। মাহফুজ আহমেদ আরও বলেন, 'দর্শক আমার কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করেন। তাদের সেই প্রত্যাশা যদি পূরণ করতে পারি তবেই অভিনয়ে ফিরব। তা না হলে কখনই আর কাজে ফিরব না।' এ সময়ের বর্তমান নাটকের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, 'বর্তমান সময়ের বেশির ভাগ নাটক কোনো পরিকল্পনা ছাড়াই নির্মিত হচ্ছে। গল্প, লোকেশন ও নির্মাণ নিয়ে কোনো পরিকল্পনা নেই। মনে হচ্ছে, সবচেয়ে সহজ কাজ যেন নাটক নির্মাণ করা। এ প্রেক্ষাপটে অভিনয়ে আগ্রহ হারিয়ে ফেলেছি।'