স া ক্ষ া ৎ ক া র

বাকের ভাইয়ের মতো জনপ্রিয় চরিত্রে অভিনয় করতে চাই

মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। টিভি নাটক ও বিজ্ঞাপনে অসংখ্য কাজ করেছেন। নাটকের বাইরে অনম বিশ্বাসের 'দেবী' চলচ্চিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন। আসন্ন ঈদ উপলক্ষে ইতোমধ্যে ৭টি নাটকের শুটিং শেষ করেছেন। হাতে আছে আরও কয়েকটি নাটক। অভিনয় ও সমসাময়িক নানা প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ১৯ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শবনম ফারিয়া
বর্তমানে ... এই মুহূর্তে শুটিংয়ে রয়েছি। কোরবানি ঈদ উপলক্ষে নাটকে ব্যস্ত সময় পার করছি। গত ঈদের চেয়ে কাজ কমিয়ে দিলেও খুব কাছের পরিচালকদের অনুরোধে কাজ করছি। এই ঈদের ৭টি নাটকের কাজ শেষ করেছি। কিন্তু তাতেও কোনো রেহাই নেই। সম্ভবত চাঁদরাত পর্যন্ত শুটিং করতে হবে আমাকে। গত কয়েকদিন ধরে অসুস্থতার মধ্যেও শুটিং করছি। নিয়মমাফিক সকল শুটিং শেষ করব। শুটিংয়ের স্মৃতি ... খুব মিস করি, আমার একদম প্রথম শুটিং ছিল একটি বিজ্ঞাপনের। আমি শুটিংয়ে এতই নার্ভাস ছিলাম যে কী করব বুঝে উঠতে পারছিলাম না। পরিচালকের কথায় সেই শুটিংয়ে ৫০ বারের বেশি টেক দিতে হয়েছিল। এটি মনে হলে এখনও হাসি পায়। এখন আর তেমনটা হয় না। প্রশংসা ... সম্প্রতি মুক্তি পাওয়া অনম বিশ্বাসের 'দেবী' চলচ্চিত্রে অভিনয় করে ভালো সাড়া পেয়েছি। দর্শক থেকে শুরু করে মিডিয়া অঙ্গনের অনেকেই আমার অভিনয়ের প্রশংসা করেছেন। এই সুনাম ধরে রাখতে চাই। পরবর্তী চলচ্চিত্রেও এমন কিছু করতে চাই যাতে সাড়া পড়ে। প্রিয় চরিত্র ... ছোটবেলায় টিভিতে 'কোথাও কেউ নেই' নাটকে বাকের ভাইয়ের চরিত্রটি আমার খুব প্রিয় ছিল। জীবনে একটাই ইচ্ছা বলতে পারেন, সেই বাকের ভাইয়ের মতো জনপ্রিয় চরিত্রে অভিনয় করতে চাই। এমন চরিত্রের জন্য অপেক্ষায় আছি। নতুনদের আগমনে ... আমি কিন্তু এখনও পুরনো হইনি। হয়তোবা সবার কাছে পরীক্ষিত হয়ে গেছি (হাসি)। তবে আমি বলব, অভিনয় শিখে আসতে হবে। ক্যামেরার সামনে ঠিকমতো অভিনয় করতে হবে। কারণ দর্শক অভিনয়ের ভালো-মন্দ বুঝতে পারেন। যারা ভালো অভিনয় করতে পারবে তারাই টিকে থাকবে। তবে পুরনোদের অবশ্যই নতুনদের জন্য সুযোগ দিতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা ... আমি অভিনয়কে মনেপ্রাণে ভালোবাসি। মিডিয়া অঙ্গনের সাংবাদিক ভাইদের থেকে শুরু করে প্রত্যেক মানুষকে আমি আমার একেকটি পরিবার মনে করি। আমি যেহেতু অভিনয়টাই পারি সেহেতু সারাজীবন অভিনয়ের সঙ্গেই থেকে যাব। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।