সংবাদ সংক্ষেপ

আজ প্রেক্ষাগৃহে দেশি বিদেশি দুই ছবি

প্রকাশ | ১৯ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বিনোদন রিপোর্ট শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে দুটি ছবি মুক্তি পাচ্ছে। একটি দেশি, অন্যটি বিদেশি। তাপস কুমার দত্ত পরিচালিত 'অনুপ্রবেশ' মুক্তি পাচ্ছে দেশি ছবি হিসেবে। আর রাজ চক্রবর্তী পরিচালিত 'শেষ থেকে শুরু' ভারতীয় বাংলা ছবিটি মুক্তি পাচ্ছে সাফটা চুক্তির আওতায়। তথ্যসূত্র বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি। গত ২০১৫ সালে তাপস কুমার দত্তের 'অনুপ্রবেশ' নামের একটি পরাবাস্তববাদী উপন্যাস প্রকাশিত হয়। সেই উপন্যাসের আলোকে নির্মিত হয়েছে ছবিটি। ছবির মূল বিষয়টি হলো টাইম ট্রাভেল। পৃথিবীতে মানুষ অন্য গ্রহ থেকে অনুপ্রবেশ করেছে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করা হয়েছে এতে। ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এ ছাড়া অভিনয় করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়, আলতাফ হোসেন, অলিউল হক রুমীর পাশাপাশি অভিনয় করেছেন সম্পূর্ণ নতুন দুটি মুখ আনোয়ার সায়েম ও সানজিয়া ইসলাম। মুক্তির আগে 'অনুপ্রবেশ' ক্যালিফোর্নিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, মস্কোর গোল্ডেন ব্রিজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, লন্ডনের রেইনবো ফিল্ম ফেস্টিভ্যালসহ বিশ্বের সাতটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত ও প্রশংসিত হয়েছে। যদিও এই ছবিটি নিয়ে সেভাবে কোনো প্রচারণা করতে দেখা যায়নি। অনেকটা গোপনে নামকাওয়াস্তে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। অন্যদিকে 'শেষ থেকে শুরু' ছবিটি আমদানি করেছে শাপলা মিডিয়া। এই ছবির মাধ্যমে অনেক বছর পর জুটি বেঁধেছেন জিৎ ও কোয়েল। চার বছর আগে 'বেশ করেছি প্রেম করেছি' এরপর তারা একসঙ্গে কাজ করেছেন 'শেষ থেকে শুরু' ছবিতে। ছবিটি গেল ঈদুল ফিতরে পশ্চিমবঙ্গে মুক্তি পায়। জিৎ-কোয়েলের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তী ও সায়ন্তনি বন্দ্যোপাধ্যায়কে। রাজ চক্রবর্তী এই থ্রিলার ছবি পরিচালনা করেছেন জিতের প্রযোজনা সংস্থার আওতায়। এই ছবি দিয়েই টলিউডে হাফ সেঞ্চুরি করেছেন জিৎ। ১৯ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল অঙ্কুশ ও নুসরাত ফারিয়া অভিনীত 'বিবাহ অভিযান' ছবিটি। কিন্তু সেটা পিছিয়ে ২৬ জুলাই মুক্তির তারিখ নির্ধারণ করেছে আমদানিকারক প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।