ঈদের নাটকে চঞ্চল-তিশা

প্রকাশ | ২০ জুলাই ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
২০১৮ সালে সর্বশেষ টেলিভিশনের জন্য ক্যামেরা মনিটরের সামনে বসেছিলেন নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমি। নাটকটি নাম ছিল 'আমার কথা'। যেখানে অভিনয় করেছিলেন মিথিলা ও এফএস নাঈম। দীর্ঘদিন পর আবারও ফিরছেন ফাহমি। নির্মাণ করেছেন নাটক। এতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় দুই তারকা চঞ্চল চৌধুরী ও নুসরাত ইমরোজ তিশা। নাম রাখা হয়েছে 'কিংকর্তব্যবিমূঢ়'। আসছে ঈদে এটি প্রচার হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে। ফাহমি বলেন, 'আবারও নাটকে ফিরলাম। আর থেমে যেতে চাই না। নিয়মিত নাটকের কাজ করতে চাই। ইতোমধ্যে আরও একটি নাটক নিয়ে আলোচনা চলছে। সব ঠিক থাকলে সেটিও নির্মাণ দ্রম্নত শুরু করবো। এখন তো দেখি সবাই ইউটিউব ও ভিউর প্রতি গুরুত্ব দিচ্ছে। আমার মূল লক্ষ্য থাকবে গল্প।' দৃক প্রডাকশন হাউসের ব্যানারে নির্মিত 'কিংকর্তব্যবিমূঢ়' নাটকটির প্রযোজক সৈয়দ ইরফান উলস্নাহ। এতে চঞ্চল-তিশার পাশাপাশি আরও অভিনয় করেছেন সোহেল খান, কামাল হোসেন বাবর, জিলস্নুর রহমান, গুলশান আরা প্রমুখ। নাটকের নাম প্রসঙ্গে ফাহমি বলেন, 'এই নামে এর আগেও নাটক হয়েছে। তবে নাম রিপিট করা যাবে না, এমন কোনও নিয়ম নেই। আমি নাটকের গল্পটার কারণে নামটি রেখেছি।'