সাক্ষাৎকার

বিনোদন মানেই হাসানো নয়

ছোট-বড় পর্দার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি কোরবানির ঈদের নাটকে ব্যস্ত সময় পার করছেন। 'আয়নাবাজি'র পর সম্প্রতি 'দেবী' চলচ্চিত্রে মিসির আলী চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। অভিনয় ও সমসাময়িক বিষয়ে কথা হলো তার সঙ্গে ...

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
চঞ্চল চৌধুরী
ঈদ নাটকে ব্যস্ত ... কোরবানির ঈদের জন্য নাটকে কাজ করছি। সম্প্রতি সাগর জাহানের 'সোনার খাঁচা' নামে একটি নাটকের কাজ শেষ করলাম। আমি কোনো কাজ করার আগে গল্পটাকে বেশি প্রাধান্য দিই। কেননা এখনো অনেক ভালো মানের গল্প আছে। তাই বেছে বেছে ভালো কাজ করার চেষ্টা করি। সামনে আরও কিছু নাটকের শুটিং বাকি আছে। পর্যায়ক্রমে সেগুলোর কাজও শেষ করব। টিভি না বড় পর্দায় ... আমার উত্থান মঞ্চ থেকে। আমি অভিনয় করতেই বেশি সাচ্ছন্দবোধ করি। আমার কাছে ছোট বা বড় পর্দা বলে কিছু নেই। শুরু থেকে এ পর্যন্ত যতগুলো নাটকে কাজ করেছি তার সিংহভাগই দর্শকপ্রিয় হয়েছে। হাতেগোনা কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছি, সেগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে। \হহাসির নাটকে ... নাটকের মাধ্যমে মানুষকে বিনোদন দেয়া মূল কাজ। বিনোদন মানেই হাসানো নয়। একটা নাটকে নানা কিছু থাকতে হয়। আমাদের এখানে একটা ট্রেন্ড তৈরি হয়েছে, অনেক দর্শক ধরেই নেন, নাটক মানেই হাসির নাটক। হাসির নাটক বলে পৃথিবীতে কিছু নেই। আমি দর্শকের ভালোলাগার জন্য কাজ করি, হাসানোর জন্য নয়। দর্শকের ভালোবাসা ... শুরু থেকে শেষ পর্যন্ত অভিনয় নিয়েই বেঁচে থাকতে চাই। সবচেয়ে ভালো লাগার ব্যাপার হলো প্রায় ১৮ কোটি মানুষের মধ্যে আমাকে মানুষ আলাদা করে চেনে, পছন্দ করে। রাস্তায় বের হলে কথা বলতে চায়, ছবি তুলতে চায়। ফলে আরও কাজ করার অনুপ্রেরণা পাই।