সংবাদ সংক্ষপে

প্রকাশ | ২১ জুলাই ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ফ্লপের তালিকায় হৃতিক! বিনোদন ডেস্ক বলিউডে মুক্তিপ্রাপ্ত একটি ছবি হিট হবে নাকি ফ্লপ হবে, তা প্রথম সপ্তাহের হল রিপোর্টের ওপর নির্ভর করে। সেই হিসাব-নিকাশে গঁ্যাড়াকলে পড়েছে সম্প্রতি মুক্তি পাওয়া সুপারস্টার অভিনেতা হৃতিক রোশনের 'সুপার থার্টি।' আর যদি সুপার থার্টি আদতে ফ্লপ হয়, তবে বলিউডের ফ্লপ নায়কদের তালিকায় হৃতিকের নাম নতুন করে যুক্ত হবে। এদিকে বক্স অফিসের দেয়া তথ্য মতে, মুক্তির এক সপ্তাহ হয়ে গেলেও ১১৫ কোটি রুপি বাজেটের এই ছবি এখন পর্যন্ত ব্যবসায় করেছে মাত্র ৫৭ কোটি রুপি। তবে ট্রেড অ্যানালিস্টদের অনেকেই মনে করছেন, প্রথম সপ্তাহের ধারাবাহিকতা রক্ষা করলে দ্বিতীয় সপ্তাহে বক্স অফিসে গড় ব্যবসা করতে পারে 'সুপার থার্টি'। দুই বছরেরও বেশি সময় পর 'সুপার থার্টি' ছবি দিয়ে রুপালি পর্দায় ফিরেছেন হৃতিক রোশন। ফলে ছবিটি নিয়ে প্রত্যাশারও কোনো কমতি ছিল না হৃতিক ভক্তদের। কিন্তু ভক্তদের সেই প্রত্যাশার কতটা বহাল রেখেছে হৃতিকের এই ভিন্নধর্মী ছবি 'সুপার থার্টি'? মুক্তির প্রথম দিনে ছবিটি আয় করেছিল ১১ কোটি রুপি। যা দ্বিতীয় ও তৃতীয় দিনে বেড়ে যথাক্রমে ১৮ ও ২০ কোটি রুপি ছাড়িয়েছিল। তবে চতুর্থ দিন থেকে ক্রমান্বয়ে কমতে থাকে এর বক্স অফিস আয়। প্রথমবারের মতো নিম্ন মধ্যবিত্ত কোনো ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশন। বিকাশ বেহল পরিচালিত 'সুপার থার্টি' ছবিটি নির্মিত হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। ভারতের গণিতবিদ আনন্দ কুমারের জীবনীভিত্তিক চিত্রনাট্য নিয়ে এ ছবি, যিনি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অনেক কিছুই করেছিলেন। ছবিটিতে হৃতিক ছাড়াও আরও অভিনয় করেছেন মৃণাল ঠাকুর, বীরেন্দ্র সাক্সেনা, নন্দীশ সিং, পংকজ ত্রিপাঠি, আদিত্য শ্রীবাস্তব, অমিত সাধ, মানব গোহিল এবং বিশেষ দৃশ্যে দেখা গেছে কারিশমা শর্মাকে। ঈদ নাটকে সজল-শখ বিনোদন রিপোর্ট এর আগেও জুটি বেঁধে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও আনিকা কবির শখ। এবার আসন্ন কোরবানি ঈদের জন্য নাটকে অভিনয় করবেন তারা। নাটকের নাম 'দোটানায়'। মাহতাব হোসেনের গল্পে ?এর চিত্রনাট্য করেছেন শামীমুল ইসলাম শামীম। নাটকটি পরিচালনা করেছেন বিনোদন সাংবাদিক আকাশ নিবির। এন, আর, মিডিয়ার নিবেদনে নাটকটি প্রযোজনা করছেন চৌধুরী এন্টারটেইনমেন্ট। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বর্তমান সময়ের আলোচিত বরগুনার সেই মুমূর্ষু ঘটনার আদলেই নির্মিত হতে যাচ্ছে 'দোটানায়'। বাস্তবে যা কিছু ঘটে যায় তা আসলে পুরোটা নাটকে দেখানো সম্ভব না হলেও দর্শকরা এই নাটকের মাধ্যমে কিছু সত্য নির্মম কাহিনি দেখতে পাবেন। আগামী ২৭ তারিখ থেকে এর শুটিং শুরু হবে। এই নাটকের প্রধান চরিত্রে দেখা যাবে এ সময়ের জনপ্রিয় অভিনেতা সজল ও মডেল অভিনেত্রী আনিকা কবির শখকে। 'দোটানায়' নাটকটি সম্পর্কে সজল বলেন, 'অসাধারণ একটি গল্পে নাটকটি নির্মিত হচ্ছে। তবে নাটকে যোগ করা হয়েছে ফেসবুকেরও কিছু বাস্তবচিত্র। আশা করি দর্শকের মনে দাগ কাটবে। শখের সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো। আশা করছি, এই নাটকটিও দর্শকের ভালো লাগার মতো একটি কাজ হবে।' এ প্রসঙ্গে আনিকা কবির শখ জানান, 'পরিচালকের সঙ্গে আমার এসএমএসএ নাটকটি নিয়ে কথা হয়েছে। তার নাটকের শুটিং অনুযায়ী আগামী ২৭ জুলাই ডেট লক করা আছে। এই নাটকে আমার সহকর্মী হিসেবে থাকবেন সজল ভাই। আশা করি নাটকটি বেশ জনপ্রিয়তা লাভ করবে।' নাটকের নির্মাতা আকাশ নিবির বলেন, "আমি বিশ্বাস করি, আমাদের দেশে টিভি নাটক বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম। ঘটনার আড়ালে অনেক সত্যই ধামাচাপা পড়ে যায়। তখন দর্শকরা আমাদের মতো অনেক পরিচালকের দিকে তাকিয়ে থাকে কিছু সত্য ঘটনা অবলম্বনে নাটক দেখার জন্য। দর্শকের এই ধরনের চাহিদার কথা মাথায় রেখে 'দোটানায়' নাটকটি নির্মাণে আগ্রহী হয়েছি। তবে এই নাটকে একটি সারপ্রাইজিং চরিত্রে দেখা যাবে অভিনেতা ডিএ তায়েবকে।" উলেস্নখ্য, কোরবানি ঈদ উপলক্ষে 'দোটানায়' নাটকটি প্রচারিত হবে একুশে টিভিতে। নাটকটিতে একটি রোমান্টিক গানও রয়েছে। নিজের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন কলকাতার রাকিব চৌধুরী।