ঈদুল আজহায় মমর ছবি

প্রকাশ | ২৪ জুন ২০১৮, ০০:০০ | আপডেট: ২৪ জুন ২০১৮, ২৩:২৭

বিনোদন রিপোটর্
জাকিয়া বারী মম
আগামী ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মমর ছবি। তার অভিনীত বহুল আলোচিত ‘দহন’ ছবিটি কোরবানি ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে। রায়হান রাফির দ্বিতীয় সিনেমা এটি। ‘দহন’ ছবিতে মম মায়া চরিত্রে অভিনয় করছেন। মায়া চরিত্রে সবের্শষ কে অভিনয় করতে যাচ্ছেনÑ এই নিয়ে ছিল বিগত বেশ কয়েক মাস যাবৎ নানান নাটকীয়তা। মমর অভিনয়ের মধ্য দিয়ে অবশেষে সেই নাটকীয়তার অবসান ঘটে। গত ২০ জুন রাজধানীর জোনাকী সিনেমা হলের সামনে দৃশ্যধারণের মধ্য দিয়ে মম ‘দহন’ চলচ্চিত্রের শুটিং শুরু করেন। আগামী মাসের প্রথম সপ্তাহ পযর্ন্ত টানা এ ছবির শুটিং নিয়েই ব্যস্ত থাকবেন তিনি। ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। এ প্রসঙ্গে মম বলেন, ‘দহন’-এ কাজ করা নিয়ে আমি সত্যিই অনেক উচ্ছ¡সিত। আমার প্রতি রাফির অগাধ বিশ্বাস আমাকে মুগ্ধ করেছে। যে নিমার্তা আমার অভিনয়ের ওপর আস্থা রাখেন আমি তার কাজটি সবোর্চ্চ আন্তরিকতা নিয়ে করার চেষ্টা করি। দহন-এর কাজ যেন ভালোভাবে শেষ করতে পারি এজন্য সবার কাছে দোয়া চাই।’ মায়া চরিত্রের বিশদ বণর্না দিতে এখনই রাজি নন নিমার্তা রায়হান রাফি। এ প্রসঙ্গে নিমার্তা বলেন, ‘মায়া চরিত্রে অভিনয়ের জন্য মম আপুই যথাথর্। কারণ একই সঙ্গে গø্যামারাস এবং অভিনয় জানা একজন অভিনেত্রীই আমাদের প্রয়োজন ছিল। পরে ভেবে দেখলাম যে এই চরিত্রের জন্য মম আপুর ওপর পুরোপুরি নিভর্র করা যায়।’ তিনি আরও বলেন, ‘আমার প্রযোজক চান সিনেমাটি কোরবানি ঈদে আসুক। আমরা ওইভাবেই সবকিছু এগিয়ে নিচ্ছি।’ এ ঈদে রাফির ‘পোড়ামন ২’ মুক্তি পেয়েছে। প্রথম সিনেমাটির আশাতীত ব্যবসায় নাকি প্রযোজকের নতুন বাজির কারণ। রাফি বলেন, ‘পোড়ামন ২’র শেষ দৃশ্য নিয়ে আমি ছাড়া কেউই ঝুঁঁকি নিতে রাজি ছিল না। কিন্তু আমি অনড় ছিলাম এবং দশর্করা তা পছন্দ করেছেন। তাই আমার প্রতি আজিজ ভাইয়ের বলতে পারেন আস্থা বেড়ে গেছে।’ ‘পোড়ামন ২’-এর মূল চরিত্রে আছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। ‘দহন’-এ তাদের পাশাপাশি আছেন ছোটপদার্র প্রিয়মুখ জাকিয়া বারী মম। ‘দহন’-এর শুটিং শুরু হয়েছিল ১১ জুন। মাঝে কয়েকদিন বিরতি দিয়ে আবার ২০ জুন থেকে চলছে। সামনের মাসের দ্বিতীয় সপ্তাহে ছবিটির শুটিং শেষ হবে। রায়হান রাফির দুই সিনেমারই ব্যানার জাজ মাল্টিমিডিয়া। একই প্রতিষ্ঠান থেকে তৃতীয় সিনেমাটিও নিমির্ত হবে। বতর্মানে কাহিনি লেখা হচ্ছে।