সাক্ষাৎকার

বন্ধুত্ব হচ্ছে স্বচ্ছ কাচের মতো

মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিন। একটি টেলিকমিউনিকেশন কোম্পানির বিজ্ঞাপনচিত্রে কাজের মধ্য দিয়ে দেশব্যাপী আলোচনায় আসেন। মাঝখানে অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। এখন আবার নিয়মিত হওয়ার ইচ্ছে পোষণ করেছেন। আজ বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে বন্ধু, বন্ধুত্ব এবং নানা বিষয়ে কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ০৪ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ফারিয়া শাহরিন
আমি খুবই ভাগ্যবতী... পরিচিত অনেকজনই থাকে পছন্দের তালিকায়। তার মধ্যে হাতে গনা কয়েকজন বন্ধুত্বের তকমা পায়। বন্ধুত্ব হচ্ছে স্বচ্ছ কাচের মতো একটি বিষয়। যার সঙ্গে মনের আগল খুলে কথা বলা যায়, যে বিপদ-আপদে সবসময় পাশে থাকে- সেই তো প্রকৃত বন্ধু। আমি খুবই ভাগ্যবতী, আমার জীবনে বেশ কয়েকজন এমন বন্ধু রয়েছে। যারা কঠিন মুহূর্তেও আমাকে আগলে রেখেছে। বন্ধু ছাড়া জীবন অসম্ভব... অনেকেই বলে শোবিজ অঙ্গনে এলে পিছনের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। এটি ভুল ধারণা, সেটা বারবার প্রমাণ করেছে সয়ারাত জাফর। ওর সঙ্গে আমার বন্ধুত্ব এক-দুদিনের নয়। আমরা একসঙ্গে পনেরো বছর ধরে আছি। আমাদের মধ্যে যে কখনো মান অভিমান হয়নি, এমনটি নয়। কথাকাটাকাটি, ঝগড়া- এমনকি রাগ করে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছিলাম। তবে বন্ধুত্বের কাছে এসব মান অভিমান ফিকে হয়ে যায়। সত্যিই বন্ধু ছাড়া জীবন অসম্ভব। বন্ধুদের কাছে কৃতজ্ঞ ... আমি যখন মালয়েশিয়া এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তখন সায়রাতই আমাকে পাশে থেকে মনোবল দৃঢ় করেছে। দেশের বাইরে এতদিন থাকতে হয়েছে, সর্বক্ষণই দেশের জন্য মনটা হু হু করত। দেশ থেকে সায়রাতই আমাকে ফোন করে করে বিভিন্ন বিষয় বলত। আমরা ঘণ্টার পর ঘণ্টা ভিডিও কলে বসে গল্প করতাম। এ ছাড়াও শোবিজ অঙ্গনে আমার বেশ কিছু বন্ধু রয়েছে। যাদের পাশে না পেলে এতদূর আসতে পারতাম না। বন্ধুদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। ওদের জন্য কেবলই ভালোবাসা। অভিনয়ে নিয়মিত... এখন থেকে নিয়মিত অভিনয় করব। এতদিন পড়াশোনার জন্য কাজ করতে পারিনি। এখন একাডেমিক শিক্ষাজীবন শেষ করেছি। তাই পরিকল্পনা করেছি আবারও অভিনয়ে ফিরব। দীর্ঘ বিরতির পর কাজ করতে এক কথায় মুখিয়ে আছি।