মঞ্চে আজ 'আমিনা সুন্দরী'

প্রকাশ | ০৪ আগস্ট ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
শততম মঞ্চায়নের পথে এগিয়ে চলেছে থিয়েটার আর্ট ইউনিটের নাটক 'আমিনা সুন্দরী'। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটকটির ৮১তম প্রদর্শনী। চট্টগ্রামের ৩০০ বছরের পুরনো লোকগাথা নছর মালুম ও ভেলুয়া সুন্দর অবলম্বনে 'আমিনা সুন্দরী' নাটকটি লিখেছেন প্রয়াত নাট্যবক্তিত্ব এসএম সোলায়মান। রোকেয়া রফিকের নির্দেশনায় ঢাকার মঞ্চের নন্দিত নাটকটি দেশ-বিদেশে মঞ্চায়িত হয়ে বেশ প্রশংসা কুড়িয়েছে। থিয়েটার আর্টের এ মিউজিক্যাল ড্রামাটির প্রথম প্রদর্শনী হয়েছিল ২০০৭ সালে। 'আমিনা সুন্দরী' প্রসঙ্গে নির্দেশক রোকেয়া রফিক বলেন, ৩০০ বছর আগের কাহিনী হলেও এটিকে কোনো নির্দিষ্ট সময়ের গল্প বলে মনে করি না। সবকালে পৃথিবীর সব প্রান্তেই এ গল্প সত্যনিষ্ঠ। এক আমিনার গল্পে নাটকটিতে তুলে ধরা হয়েছে নারীর শতবছরের জীবনবঞ্চনার গল্প। বাঙালি নারীর চিরন্তন প্রেমের স্বরূপও এক আমিনার মধ্যে খুঁজে পাওয়া যাবে। পুরুষশাসিত সমাজে নারীর প্রতি পুরুষের প্রবঞ্চনার এমন রূপ চোখ মেললেই দেখা যাবে আশপাশে। থিয়েটার আর্টের ১২তম প্রযোজনা 'আমিনা সুন্দরী'। নাটকটিতে অভিনয় করেছেন সেলিম মাহবুব, কামরুজ্জামান মিলস্নাত, সঙ্গীতা চৌধুরী, অপসরা মৌ, পলস্নবী, ফরিদা লিমা, কামাল রায়হান, শিল্পী চৌধুরী, রেজাউল সুজন, ফেরদৌস আমিন বিপস্নব, হাসনাত প্রদীপ, নুরুজ্জামান বাবু, স্বাধীন শাহ, হাসনাত প্রদীপ, নীল চৌধুরী, চন্দন রেজা প্রমুখ।