সাক্ষাৎকার

ইচ্ছে করেই গান থেকে নিজেকে সরিয়ে রেখেছিলাম

গীতিকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। বর্তমানে পেস্নব্যাক নিয়ে সবচেয়ে বেশি সময় পার করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী। আসন্ন ঈদে মুক্তি প্রতীক্ষিত জাকির হোসেন রাজুর 'মনের মতো মানুষ পাইলাম না' ছবির চারটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সব বিষয়েই কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ০৫ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শফিক তুহিন
চলমান সময়... ঈদের গান নিয়েই ব্যস্ত এখন। ঈদ উপলক্ষে একাধিক অডিও কোম্পানির কয়েকটি গানের কাজ শেষ করেছি। গানগুলো ঈদেই প্রকাশ পাবে। ঈদ উপলক্ষে দেশীয় চলচ্চিত্রের অন্যতম চিত্রনায়ক শাকিব খান অভিনীত 'মনের মতো মানুষ পাইলাম না' ছবিতে গাওয়া গানগুলো নিয়ে বেশ উদ্বেগ কাজ করছে মনে। গানগুলো দর্শকরা কীভাবে গ্রহণ করবে- সেটাই দেখার অপেক্ষা। গান থেকে দূরে... ইচ্ছা করেই গান থেকে নিজেকে সরিয়ে রেখেছিলাম। ইদানীং দর্শকশ্রোতারা ভাইরাল গানের দিকে ঝুঁকছেন। তাতে দেশের সংস্কৃতি আরও নষ্ট হয়ে যাচ্ছে। আমরা তো আর সেগুলো জোর করে ধরে রাখতে পারব না। তবে একজন প্রকৃতি শিল্পী টিকে থাকবে তার গান দিয়ে। ভালো মন্দ... সত্তর-আশির দশকেও কিন্তু ভালো গানের ভিড়ে অনেক ধরনের বাজে গান হয়েছে। যেগুলো গান ভালো হয়েছে আমরা সেগুলো গান এখনো শুনছি। আর মন্দ গানগুলো কিন্তু বিলুপ্তি হয়ে গেছে। ভালো-মন্দ সবসময়ই থাকবে। শ্রোতাদের পছন্দের ভিত্তিতেই ভালো গান টিকে থাকবে। ভবিষ্যৎ পরিকল্পনা... গানের মানুষ আর গান নিয়েই তো সারাজীবন থাকতে চাই। গান থেকে তো জাতীয় পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছি। এটা অনেক বড় প্রাপ্তি। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। যেন সামনের দিনগুলোতে আরও ভালো ভালো গান উপহার দিতে পারি।