একসঙ্গে মিলন ও অপর্ণা ঘোষ

প্রকাশ | ০৫ আগস্ট ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
'চিনি বাবা' শিরোনামের ঈদের বিশেষ একটি টেলিফিল্মে একসঙ্গে দেখা যাবে অভিনেতা আনিসুর রহমান মিলন ও অভিনেত্রী অপর্ণা ঘোষকে। মঈনুল খানের গল্প ও চিত্রনাট্যে টেলিফিল্মটি পরিচালনা করেছেন সরদার রোকন। এর আগে অপর্ণা এই পরিচালকের একাধিক নাটকে অভিনয় করলেও এবারই প্রথম অভিনয় করেছেন গুণী অভিনেতা আনিসুর রহমান মিলন। সম্প্রতি এর দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মিলন বলেন, 'সরদার রোকনের নির্দেশনায় এবারই আমার প্রথম কাজ করা। তার ইউনিটটি বেশ গুছানো এবং তিনি বরাবরই গুছিয়ে কাজ করেন। যে কারণে তার নির্দেশনায় কাজ করে ভীষণ ভালো লেগেছে। আমি তার নির্দেশনা উপভোগ করেছি এবং কাজটিও বেশ আন্তরিকতা নিয়েই করেছি।' অপর্ণা ঘোষ বলেন, এর আগেও রোকন ভাইয়ের নির্দেশনায় বেশকিছু ভালো ভালো গল্পের নাটকে কাজ করেছি। একজন সচেতন নাট্যনির্মাতা তিনি। চিনি বাবা নাটকের গল্পটা অন্যরকম। নাম শুনলেই মনে হতে পারে যে এটি একটি কমেডি ঘরানার নাটক। কিন্তু মূল বিষয় হলো ভেজাল আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। দ্রম্নত টাকা বানানোর নেশায় অনেকেই অনৈতিক ও সমাজবিরোধী কাজে লিপ্ত হচ্ছে। এই বিষয়টিই টেলিফিল্মে তুলে ধরা হয়েছে। আমার কাছে বিষয় এবং রোকন ভাইয়ের নির্দেশনায় কাজটি ভালো লেগেছে। বাকিটা দর্শকের ব্যাপার।' এরইমধ্যে রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং ইউনিটে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। পরিচালক জানান, ঈদের তৃতীয় দিন বিকাল ৪টা ৩০ মিনিটে চ্যানেল আইতে টেলিফিল্মটি প্রচারিত হবে।