শাহনাজ রহমতুলস্নাহ স্মরণে নন্দিতা

প্রকাশ | ০৫ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সানজিদা মাহমুদ নন্দিতা
বিনোদন রিপোর্ট এই প্রজন্মের সংগীতশিল্পীদের মধ্যে নিজের শ্রম্নতিমধুর সুরেলা কণ্ঠ দিয়ে নিজেকে আলাদা বৈশিষ্ট্যে এগিয়ে নিয়ে চলেছেন সানজিদা মাহমুদ নন্দিতা। একটু একটু করে নন্দিতা অডিও অঙ্গনে নন্দিত এক সংগীতশিল্পী রূপে পরিণত হচ্ছেন। সেই ধারাবাহিকতায় এনামুল করিম নির্ঝরের 'কানসুঁতা' প্রকল্পের চতুর্থ সিজনের সাতটি গান গাইবেন নন্দিতা। এরইমধ্যে তিনটি গানের রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন তিনি। এনামুল করিম নির্ঝরের লেখা ও সুর করা রেকর্ডিং শেষ হওয়া গানগুলো হচ্ছে 'নিজের মধ্যে থাকা', 'আধখানা জীবনের' ও 'মীমাংসা গল্পের'। চলতি সপ্তাহের মধ্যেই বাকি চারটি গানের রেকর্ডিংয়ের কাজ শেষ হবে বলে জানালেন নন্দিতা। গানগুলো প্রসঙ্গে নন্দিতা বলেন, 'প্রতিটি গানই অন্যরকম হয়েছে। শিল্পী হিসেবে আমি সন্তুষ্ট। কারণ প্রত্যেক শিল্পীর ভালো গান গাইবার চেষ্টা থাকে। বাকিটা নির্ভর করছে গানগুলো প্রকাশ হওয়ার পর শ্রোতাদের উপর।' এদিকে আগামী ঈদের দিন বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশ টিভির 'সুর আর গান' অনুষ্ঠানে এবং মাছরাঙ্গা টিভিতে ঈদের সপ্তম দিনে 'কিংবদন্তির গান' অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন নন্দিতা। দুটো অনুষ্ঠানেই তিনি প্রয়াত সংগীতশিল্পী শাহনাজ রহমতুলস্নাহ'র প্রতি শ্রদ্ধা জানিয়ে তারই স্মরণে গাইবেন। নন্দিতা বলেন, দুটো অনুষ্ঠানেই আমি শাহনাজ ম্যাডামের প্রচলিত গানগুলোর পাশাপাশি বেতারে গাওয়া কিছু অপ্রচলিত গানও গাইব। তার গানগুলো একজন শিল্পী হিসেবে আমার কাছে অনেক শিক্ষণীয় বিষয়। তার গানগুলোই একজন শিল্পীর পাথেয় হিসেবে কাজ করে।'