ছোটপর্দার ঈদ আয়োজন

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক 'কবুল বলিল কে'। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপর্ণা, ফজলুর রহমান বাবু, সাজু খাদেম, ফারুক আহমেদ, আরফান আহমেদ, মারজুক রাসেল, খুশী, জুঁই করিম, রিমু, রেজা, মাসুদ হারুন প্রমুখ। রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচার হবে আবুল ফজলের গল্প 'মৃতের আত্মহত্যা'। নাটকটির নাট্যরূপ দিয়েছেন মাসুম রেজা এবং পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিন জাহান, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, মাস্টার তূর্য ও একটি বিশেষ চরিত্রে ইরেশ যাকের। ৭টা ৩০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে ঈদের বিশেষ ধারাবাহিক 'মফিজের লাইফ স্টাইল'। জাকির হোসেন উজ্জ্বল-এর রচনায় ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন এসএম শাহীন। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, নাদিয়া আহমেদ, ফারজানা ছবি, সানজিদা তন্ময় ও সুস্মি আহসান প্রমুখ। বিকাল ০২:৩০ মিনিটে চ্যানেল আইয়ে দেখানো হবে টেলিফিল্ম 'রক্তঋণ'। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, নাদিয়া আহমেদ, লুৎফর রহমান জর্জ, সারওয়াত আজাদ বৃষ্টি। বিকাল ০৪:৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম 'কৃষাণ কৃষাণীর কাব্য'। রচনা : দয়াল সাহা এবং পরিচালনায় সাইদুর রহমান রাসেল। অভিনয়ে এ্যালেন শুভ্র, মিষ্টি, মামুনুর রশীদ প্রমুখ। আজ রাত সাড়ে ১০টায় একুশে টেলিভিশনে প্রচার হবে ঈদের বিশেষ ধারাবাহিক 'জুনিয়র আর্টিস্ট'। নাটকটি রচনা করছেন রাজীম মনি দাস ও পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, রওনক হাসান, জামিল, এ্যানি খান, রুনা খান, কচি খন্দকার, মনিরা মিঠু, নাজিরা মৌ, আরফানসহ আরও অনেকে।