প্রশংসিত বুবলী

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
শবনম বুবলী
ডেঙ্গু আতঙ্ক, বন্যা এবং বৃষ্টির কারণে এবারের ঈদের সিনেমায় আহামরি দর্শক সমাগম না থাকলেও নিজের সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের মাঝে ঠিকই মুগ্ধতা ছড়াচ্ছেন চিত্রনায়িকা বুবলী। হাল সময়ের সবচেয়ে আলোচিত এই নায়িকার একটি মাত্র সিনেমা মুক্তি পেয়েছে এবারের ঈদে। 'মনের মতো মানুষ পাইলাম না' শিরোনামের এ সিনেমাটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। এতে নারী সংগঠন 'আলো'র প্রধান অর্পিতা চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকের প্রশংসায় ভাসছেন বুবলী। অনেক দর্শকই গল্প এবং বুবলীর টানেই সিনেমা হলে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন। শুধু দর্শকই নন, সহশিল্পী থেকে শুরু করে প্রযোজক, পরিচালক এবং সিনেমার অন্যান্য কলাকুশলীরাও সিনেমাটিতে বুবলীর সাবলীল উপস্থিতি প্রসঙ্গে প্রশংসা করছেন। সিনেমাটিতে নারী সংগঠনের প্রধান হিসেবে তার ব্যক্তিত্বসম্পন্ন উপস্থিতিই দর্শকের মধ্যে ভালো লাগার সৃষ্টি করছে। দৃশ্য থেকে দৃশ্যান্তরে শাড়ি পরিহিত বুবলী'র মাঝে কিছু কিছু সময় যেন কিছুটা হলেও শাবানার ছায়াও পরিলক্ষিত হয়। আর তাতেই যেন নিজের ভেতর তৃপ্তি অনুভব করছেন বুবলী। একের পর এক ভালো ভালো গল্পের সিনেমায় অভিনয় করে বুবলী নিজেকে একজন পরিণত অভিনেত্রী হিসেবেই গড়ে তুলতে চাইছেন। শবনম ইয়াসমীন বুবলী বলেন, 'আমি অনেক খুশি দর্শকের ভালোবাসায়। সিনেমাটি মুক্তির শুরু থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। কোরবানির ঈদে সাধারণত দর্শক একটু বেশিই ব্যস্ত থাকেন। তাছাড়া এবারের বন্যা, বৃষ্টি, ডেঙ্গুর পরিস্থিতি স্বাভাবিক ছিল না। কিন্তু তারপরও সব প্রতিকূলতা পেরিয়ে দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখছেন, এটাই আমাদের জন্য আনন্দের। এই সিনেমাটি সমাজের কথা বলছে, দেশের কথা বলছে, আমাদের সবার কথা বলছে। যারা হলে গিয়ে সিনেমাটি দেখছেন তারা আবার অন্যকেও দেখার জন্য উৎসাহ দিচ্ছেন। আমি, আমরা সবাই দর্শকের প্রতি কৃতজ্ঞ।' বুবলী আরও বলেন, 'ভালো গল্পের সিনেমায় কাজ করারই আগ্রহ আমার। গল্প এবং চরিত্র বুঝে আমি সময় নিয়েই প্রস্তুতি নেই। চরিত্রটি নিজের মধ্যে লালন করে, ধারণ করে শুটিং-এর পুরো সময়টা তাতেই মগ্ন থেকে অভিনয় করি।' এদিকে শিগগিরই শুরু হতে যাচ্ছে বুবলী'র নতুন সিনেমা 'বীর'। এছাড়াও আরও কয়েকটি সিনেমাতে কাজ করার প্রাথমিক কথাবার্তা চলছে বলে জানালেন তিনি।