শুভ জন্মদিন আকবর হোসেন পাঠান

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
আকবর হোসেন পাঠান (ফারুক)
ঢাকাই চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা, প্রযোজক ও রাজনীতিবিদ আকবর হোসেন পাঠান ওরফে চিত্রনায়ক ফারুকের আজ ৭০তম জন্মবার্ষিকী। জনপ্রিয় এ নায়ক ১৯৪৮ সালের আজকের দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন। তারা বাবার নাম আজগর হোসেন পাঠান। নায়কের ছেলেবেলা কেটেছে পুরান ঢাকায়। বর্তমানে তিনি উত্তরাতে বসবাস করেন। তার পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনিই সবার ছোট। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত 'জলছবি' চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হয় ফারুকের। এরপর একে একে উপহার দেন লাঠিয়াল, সুজন সখী, নয়নমণি, সারেং বৌ, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে ও মিয়া ভাইয়াসহ শতাধিক ব্যবসায় সফল ছবি। ১৯৭৫ সালে দুর্দান্ত অভিনয়ের জন্য পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক ছবি 'আবার তোরা মানুষ হ' ও 'আলোর মিছিল' বাংলা চলচ্চিত্রের অন্যতম সংযোজন বলে মনে করেন চলচ্চিত্রবোদ্ধারা। এছাড়াও ১৯৭৫ সালে মুক্তি পাওয়া গ্রামীণ পটভূমিতে নির্মিত 'সুজন সখী' সে সময় দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়েছিল। ১৯৭৯ সালে ফারুক অভিনীত নাগরদোলা, কথা দিলাম, মাটির পুতুল, সাহেব, ছোট মা, এতিম, ঘরজামাই চলচ্চিত্রগুলো ব্যবসাসফল হয়। ১৯৮০ সালে 'সখী তুমি কার' ছবিতে শাবানার বিপরীতে অভিনয় করে সমালোচকদের বেশ প্রশংসা পান এ নায়ক। এছাড়াও ১৯৮৭ সালে 'মিয়া ভাই' নামের একটি চলচ্চিত্রে অভিনয় করে বাংলা চলচ্চিত্রাঙ্গনে মিয়া ভাই হিসেবে পরিচিতি লাভ করেন।