শুভ জন্মদিন মোশাররফ করিম

প্রকাশ | ২২ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বিনোদন রিপোর্ট আজ ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের ৪৭তম জন্মদিন। ১৯৭১ সালের আজকের এই দিনে তিনি বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। শক্তিশালী এ অভিনেতা এক যুগেরও বেশি সময় ধরে তার অভিনয়ের রোশনায়ে দর্শককে মুগ্ধ করে রেখেছেন। তার অভিনীত প্রথম নাটকের নাম অতিথি। ছোট পর্দার পাশাপাশি মোশাররফ করিম অভিনয় করেছেন চলচ্চিত্রেও। তার প্রথম অভিনীত চলচ্চিত্রের নাম 'জয়যাত্রা'। পরবর্তীতে তিনি রূপকথার গল্প, দারুচিনি দ্বীপ, থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, প্রজাপতি, টেলিভিশন, জালালের গল্প ও অজ্ঞাতনামায় অভিনয় করেছেন। এ ছাড়াও তার সিকান্দর বক্স ও জমজ সিরিজের নাটকগুলো বেশ জনপ্রিয়তা পায়। প্রতিবার নিজের জন্মদিন নিয়ে নানা আয়োজন থাকলেও এবার তার জন্মদিন কাটবে বিমানে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঈদের কাজের ব্যস্ততা শেষে কিছুটা দিনের জন্য বেড়াতে আজ কানাডার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন নাট্যাঙ্গনের এই সময়ের জনিপ্রয় অভিনেতা মোশাররফ করিম। আর তাই আজ তার জন্মদিনে রাজধানীতে থেকে দিনটি উদযাপনের কোনো সুযোগ থাকল না। বিমানেই পরিবারের সঙ্গে কেটে যাবে তার জন্মদিনের প্রায় পুরোটা সময়। নিজের জন্মদিন নিয়ে অবশ্য মোশাররফ করিমের বাড়তি কোনো উচ্ছ্বাস বা আগ্রহ নেই। মোশাররফ করিম বলেন, 'পরিবারের সঙ্গে আলাদাভাবে নিরবিচ্ছিন্ন সময় কাটাতেই আসলে কানাডা যাওয়া। যাওয়ার দিনটি হয়ে গেলো আমার জন্মদিনেই। সেখানে ১০-১২ দিন নিজের মতো করে ঘুরে বেড়ানোর পর ঢাকায় এসে আবার কাজে ফিরব। জন্মদিন নিয়ে আমার নিজের মধ্যে কোনো আবেগ কাজ করে না।'