সাক্ষাৎকার

দর্শকের ভালো লাগলে আমারও ভালো লাগে

সাবিলা নূর। বর্তমান সময়ে ছোট পর্দার আলোচিত মুখ। চমৎকার বাচনভঙ্গি ও চটপটে অভিনয়ের মাধ্যমে দর্শক মনে দাগ কেটেছেন বহুবার। সাম্প্রতিক সময়ে যাচাই-বাছাই ছাড়া কাজ করছেন না এ অভিনেত্রী। কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সাবিলা নূর
ভিন্ন সুরে... কাজ তো প্রতিদিনই করি। সঙ্গে একটু ব্যতিক্রমধর্মী কাজ করার চেষ্টাও করি। যেমন কিছুদিন আগে 'দ্য নক' শিরোনামে একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছিলাম। এটি নির্মিত হয়েছিল একটি ডিজিটাল পস্নাটফর্মের জন্য। নাটকে আমি ভূত। যদিও ভূতে খুবই ভয় পাই (হাসি)। দ্য নক'র শুটিং হয়েছিল গাজীপুরে। সেখানে পুরনো একটি জমিদার বাড়িতে শুটিং হয়েছিল- যা ভৌতিকসব কর্মকান্ড। এতে কোনো গ্রাফিক্স ব্যবহার করা হয়নি; যাতে পুরো বিষয়টি বাস্তব মনে হয়। ফলে সত্যিকারের ভূত সাজতে হয়েছিল। ভূতের চরিত্রটি কেবলমাত্র অভিনয় দিয়েই উপস্থাপন করেছি। কিছুটা চ্যালেঞ্জেরও ছিল। তবে পুরোকাজটি বেশ উপভোগ করেছি। এছাড়ও ইদানীং সময়ে বেছে কাজ করার চেষ্টা করছি। আলাদা জায়গা... সত্যিকার অর্থে আমার কাছে অভিনয়-ই গুরুত্বপূর্ণ। তবে এটি কোথায় প্রচারিত হচ্ছে এটাও কম গুরুত্বপূর্ণ নয়। একটা সময় সব নাটকই টিভিতে প্রচারিত হতো। এর পাশাপাশি আসে ইউটিউবের বিষয়টি। এখন সময়ের সঙ্গে তাল মিলিয়ে ওয়েব ভিত্তিক কনটেন্ট নির্মাণ হচ্ছে। নাটক প্রচারের আলাদা একটি জায়গা তৈরি হয়েছে। যা মোটেও নেতিবাচক নয়। এছাড়াও টিভি নাটকের তুলনায় ওয়েব সিরিজের বাজেটের পরিমাণ বেশি থাকে। 'ওয়েডিং বেল' নামের একটি ওয়েব সিরিজে কাজ করতে গিয়ে দেখেছি, আয়োজনের কোনো কমতি থাকে না সেখানে। পুরো সিরিজের কাজ হয়েছিল একটি বিয়ের বাড়িতে। ভালো লেগেছে। খাটুনি আছে... পর্দায় একটি চরিত্রকে যুঁতসুইভাবে ফুটিয়ে তোলার পেছনে বেশ খাটুনি আছে। সব কিছু মিলিয়ে একটি নাটক দর্শকের ভালো লাগলে আমারও ভালো লাগে। দর্শকের ইতিবাচক সাড়া, নতুনভাবে কাজ করতে উৎসাহ জোগায়। তখন কষ্টের কথা ভুলে যাই। চিত্রনাট্যের অপেক্ষায়... সব অভিনেতা-অভিনেত্রীর মধ্যেই বড় পর্দায় কাজের ইচ্ছা থাকে। আমারও আছে। বেশ কয়েকটি চলচ্চিত্রের চিত্রনাট্য হাতে পেয়েছি। কয়েকটির সঙ্গে কথা-বার্তাও এগিয়েছে। সত্যি বলতে আমি অপেক্ষায় আছি ব্যতিক্রমধর্মী একটি চিত্রনাট্যের জন্য। যেখানে নিজেকে সাবলীল ভাবে উপস্থাপন করতে পারব। বড় পর্দা বলে কথা! যদিও ক্লাস ও নাটকের সিডিউলের মাঝে চলচ্চিত্রের জন্য লম্বা সময় বের করা একটু কঠিন। তবে এ বিষয় আপাতত কিছুই বলতে চাচ্ছি না। সময় হলে সবাইকে জানাব।