সাড়া ফেলল চঞ্চল-মম জুটি

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বিনোদন রিপোর্ট গত ঈদে তিনটি ভিন্ন চ্যানেলে প্রচারিত হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দুই অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী ও জাকিয়া বারী মম অভিনীত তিনটি নাটক। নাটকগুলো হচ্ছে- এস এ হক অলিকের 'স্যরি বলো', সকাল আহমেদের 'ব্যক্তিত্ব বাবুল' এবং রতন হাসানের 'নব্বই দিন'। এর মধ্যে গল্পের ভিন্নতা ও দুজনের সাবলীল অভিনয়ের সুবাদে 'স্যরি বলো'র জন্য দর্শকের কাছ থেকে চঞ্চল ও মম বেশি সাড়া পেয়েছেন। নাটকটির জীবনধর্মী গল্প, অলিকের নির্মাণশৈলী এবং চঞ্চল, মমর অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করে। পাশাপাশি তাদের সন্তান চরিত্রে সুহার অভিনয়ও দর্শককে মুগ্ধ করে। এ নাটকটি ঈদে চ্যানেল নাইনে প্রচারিত হয়। আবার 'ব্যক্তিত্ব বাবুল' এবং 'নব্বই দিন' নাটকে অভিনয় করেও প্রশংসিত হন চঞ্চল চৌধুরী ও মম। ছোটপর্দায় এই জুটি দেখে অনেক দর্শকই তাদের রুপালি পর্দায় জুটি হিসেবে দেখার আগ্রহ প্রকাশ করেছেন। এ বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, 'সত্যি বলতে কী আমি সবসময়ই নাটকে অভিনয়ের পূর্বে গল্পটা পড়ে নেই। গল্প এবং চরিত্রে আমি খুব গুরুত্ব দেই। আমার নিজের ভালো না লাগলে কাজ করি না। যথারীতি এবারের ঈদেও আমি আগের চেয়ে ভালো গল্পের নাটকেই কাজ করেছি।