বিতর্কে প্রিয়াংকা চোপড়া

প্রকাশ | ২৪ আগস্ট ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রিয়াংকা চোপড়া
বিনোদন ডেস্ক পাকিস্তান-ভারত সাম্প্রতিক ইসু্য নিয়ে মন্তব্য করে তুমুল সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। শুধু তাই নয়, অবিলম্বে তাকে জাতিসংঘ 'শান্তির দূত' পদ থেকে সরানোর দাবি তুলেছে পাকিস্তান সরকার। এরই মধ্যে বিষয়টি নিয়ে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের মতে, জাতিসংঘ দূত হিসেবে রাজনৈতিক বক্তব্য রাখা অনুচিত। একজন জাতিসংঘ শান্তির দূত হিসেবে বিপরীত অবস্থান নিয়েছেন প্রিয়াংকা চোপড়া। সম্প্রতি লস অ্যাঞ্জেলসের বিউটিকন ফেস্টিভ্যালে উপস্থিত হয়েছিলেন প্রিয়াংকা চোপড়া। যেখানে আয়েশা নামে এক পাকিস্তানি নারী প্রিয়াংকার উদ্দেশে বলেছিলেন, 'জাতিসংঘের শান্তির দূত হিসেবে আপনি মঞ্চে বসে পাকিস্তানে পরমাণু হামলার কথা বলছেন! এছাড়া অবশ্য আপনার আর কিছুই করার নেই। আমরা আপনার অবস্থা বুঝতে পারছি। এটিই আপনার ব্যবসা।' আয়েশার এমন মন্তব্যের জবাব দিয়ে সে সময় প্রিয়াংকা চোপড়া বলেছিলেন, 'পাকিস্তানে আমার অনেক অনেক বন্ধু রয়েছে। আর যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়। আমিও যুদ্ধের পক্ষে নই। কিন্তু সবার আগে আমি ভারতীয় এবং বড় দেশভক্ত। নিশ্চয়ই এর কোনো না কোনো সমাধান সূত্র বের হবে। আমরা ততদিন অবশ্যই ধৈর্য ধরব। কারণ, আমরা সবাই যুদ্ধ নয় শান্তি, ঘৃণা নয়, ভালোবাসার পক্ষে।' আর প্রিয়াঙ্কার এমন উত্তরের পর থেকেই শুরু হয়েছে নানা তর্ক-বিতর্ক। যদিও এ নিয়ে তেমন উদ্বিগ্ন নন প্রিয়াংকা। এসব সমালোচনাকে পাত্তা না দিয়ে বাচ্চাদের জন্যে তৈরি নেটফ্লিক্সের সুপার হিরো ছবিতে অভিনয় করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ ছবির জন্যে প্রিয়াংকা হাত মিলিয়েছেন রবার্ট রড্রিগজের সঙ্গে। এ ছবির চিত্রনাট্য লেখা ও পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করবেন রড্রিগজ। এদিকে প্রিয়াংকাকে ইউনিসেফের শুভেচ্ছা দূতের পদ থেকে সরানোর দাবি করার পর বলিউডের এই অভিনেত্রীর পাশে এসে দাঁড়িয়েছেন কঙ্গনা রনৌত, জাভেদ আখতার, আলি আব্বাস জাফর, মধুর ভান্ডারকর ও আয়ুষ্মান খুরানার মতো তারকা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রিয়াংকার পক্ষে বিভিন্ন পোস্ট দিয়েছেন তারা। সর্বশেষ খবর প্রিয়াংকার বিরুদ্ধে পাকিস্তানের তোলা এ অভিযোগ নাকচ করে দিয়েছে জাতিসংঘ।