এখনো ঈদের আমেজে তারকারা

প্রকাশ | ২৫ আগস্ট ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
ঈদের পর কেটে গেল ১২ দিন। তবে শোবিজ অঙ্গনে এখনো যেন পুরোপুরি কাটেনি ঈদের আমেজ। কেউ কেউ দু-একটি নাটকে কাজ করলেও বেশির ভাগ অভিনয়শিল্পীরা এখনো ছুটি কাটাচ্ছেন নিজেদের মতো করে। অনেকে পরিবার, বন্ধুবান্ধবদের নিয়ে মেতে আছেন হই-হুলেস্নাড়ে। কেউ কেউ আবার ছুটি কাটাতে চলে গেছেন দেশের বাইরেও। মোশাররফ করিম, তানজিন তিশা ও সোহানা সাবাসহ অনেকেই অবকাশ যাপন করছেন বিদেশের মাটিতে। খোঁজখবর নিয়ে এবং বিভিন্ন তারকা ও নির্মাতাদের সঙ্গে কথা বলে জানা গেল, আগামী মাসের (সেপ্টেম্বর) শুরু থেকেই আবার পুরোদমে কাজ শুরু করবেন তারা। শুধু নাটকপাড়াতেই নয়, চলচ্চিত্র এবং সংগীতাঙ্গনের তারকারাও ফুরফুরে মেজাজে ঈদের ছুটি কাটাচ্ছেন। ঈদ-পরবর্তী শুটিং নিয়ে কথা হলো ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সালাহ খানম নাদিয়ার সঙ্গে। তিনি বলেন, 'ঈদের আগে এত পরিমাণে কাজ করা হয়েছে, তাই ইচ্ছে করেই একটু দেরিতে কাজ শুরু করতে চাচ্ছি। এ সময় নিজের ব্যক্তিগত জমিয়ে রাখা কিছু কাজ করছি। পাশাপাশি পরিবার ও বন্ধুদের সময় দিচ্ছি। অন্য সময়ে শুটিংয়ের কড়া সিডিউলের জন্য এদের সময় দিতে পারি না। তবে আগেই কথা দিয়ে রাখা- এমন দু-একটি নাটকে ইতোমধ্যেই কাজ করেছি। যদিও বেশির ভাগ নাটকের সিডিউল দিয়েছি আগামী মাস থেকে। বাকি সময়টা ছুটি ছুটি ভাব নিয়ে থাকতে চাই। এর মাঝে একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে যাওয়ার কথাও রয়েছে।' একই সুর চলচ্চিত্রাভিনেতা তাসকিন রহমানের মুখেও। তার মতে, এখনো ঈদ শেষ হয়নি যেন। যদিও ঈদের পর শান'র একটি ডাবিংয়ে অংশ নিয়েছেন তিনি। হাতে রয়েছে দুটি ফটোশুট। সেটাও শুরু হবে আগামী সপ্তাহে। আছে নতুন ছবিতে যুক্ত হওয়ার সুখবরও। আবার শুরু হতে যাচ্ছে 'ঢাকা এক্সট্রিম'-এর বাদবাকি শুটিং। তবে সবকিছুই শুরু হবে আগামী মাস থেকে। আপাতত নতুন স্ত্রীর সঙ্গে উপভোগ করছেন ঈদের ছুটি। তাসকিন রহমান বলেন, 'দীর্ঘদিন দেশের বাইরে থাকায় দেশের উৎসবের সঙ্গে খুব বেশি পরিচিত নই। তবে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি উৎসব সশরীরে উপভোগ করেছি। তার মধ্যে পহেলা বৈশাখ, রোজার ঈদ ও এবারের ঈদ। সত্যি দারুণ।' টিভি অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, 'ঈদটা মা-বাবার সঙ্গেই করি। চলে যাই চট্টগ্রামে। এবারও তাই করেছি। রোজার ঈদ শেষ হতে না হতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম কোরবানির ঈদের নাটক নিয়ে। ফলে লম্বা সময় ঈদ নাটকের কাজ করেছি। ব্যস্ততার পাট চুকিয়ে এখন আছি ছুটির আমেজে। অবশ্য দু-একদিনের মধ্যেই কাজে ফিরব।' ছোট পর্দার আরেক ব্যস্ত অভিনেত্রী মুমতাহিনা টয়া এখনো ফেরেনি শুটিংয়ে। তার কাছে ছুটি মানেই ঘুম। তিনি বলেন, 'সাধারণত ঈদের পরেই আমরা একটানা ছুটি পাই। এবারও তার ব্যতিক্রম হয়নি। এখনো তাই ছুটির আমেজেই আছি। আগামী সপ্তাহ থেকে শুটিংয়ে ফিরব। এদিকে রাজধানীর মগবাজার, উত্তরা ও রাজধানীর বাইরে পুবাইলের বিভিন্ন শুটিং হাউসে খোঁজ নিয়ে জানা যায়, এখনো বেশির ভাগ হাউসেই শুরু হয়নি নাটকের শুটিং। দু-একটি হাউসে কাজ শুরু হলেও দেখা মিলছে না নামিদামি কোনো তারকার। নির্মাতাদেরও একই হালচাল। আছেন পরিবার-পরিজন নিয়ে। কেউ কেউ আবার পরবর্তী নাটকের জন্য পরিকল্পনা ও চিত্রনাট্যে সংযোজন-বিয়োজন করছেন। ছুটি কাটিয়ে ফেরেননি বেশির ভাগ নাট্যসংশ্লিষ্ট কলাকুশলীরাও। কার্যতই বলা চলে শোবিজ পাড়ায় এখনো চলছে ছুটির আমেজ।