শুভ জন্মদিন এটিএম শামসুজ্জামান ও পপি

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
এটিএম শামসুজ্জামান ও পপি
আজ ঢাকাই সিনেমার দুই তারকা শিল্পীর জন্মদিন। একজন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেতা ও পরিচালক এটিএম শামসুজ্জামান। অন্যজন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। জন্মদিন উপলক্ষে আজ চ্যানেল আইয়ের 'তাংরকা কথন' অনুষ্ঠানে (দুপুর ১২.৩০ মিনিটে) সরাসরি অংশগ্রহণ করবেন পপি। আর এটিএম শামসুজ্জামান বাসা থেকে সরাসরি এ অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হবেন। চার মাসেরও বেশি সময় ধরে রাজধানীর দুটি ভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এটিএম শামসুজ্জামান। গেল সপ্তাহে বাসায় ফিরেছেন। বর্তমানে শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো বলেও উলেস্নখ করে শামসুজ্জামান জানান, 'বিধাতার আশীর্বাদে সুস্থ হয়ে বাসায় ফিরেছি। সবার দোয়া ও ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে গেলাম। ধন্যবাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। কারণ তিনি সব সময়ই আমার পাশে ছিলেন, থেকেছেন। শত ব্যস্ততার মধ্যেও তিনি আমার খোঁজ রেখেছেন। সত্যিই তিনি শিল্পী-বান্ধব প্রধানমন্ত্রী। তবে জন্মদিন উপলক্ষে তেমন কোনো পরিকল্পনা নেই আমার।' অপরদিকে জন্মদিন উপলক্ষে চিত্রনায়িকা পপি বলেন, 'জন্মদিন নিয়ে আহামরি কোনো পরিকল্পনা নেই। জন্মদিনের প্রত্যয়, সামনে চেষ্টা করব আরো ভালো মানের সিনেমা উপহার দিতে।' এদিকে ১৯৬১ সালে এটিএম শামসুজ্জামান পরিচালক উদয়ন চৌধুরির 'বিষকন্যা' চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। শুরুর দিকে তিনি লিখেছেন চিত্রনাট্য, কাজ করেছেন কৌতুক অভিনেতা হিসেবে। ১৯৬৫ সালে প্রথম চলচ্চিত্রের পর্দায় তাকে দেখা গিয়েছে। খলনায়ক হিসেবে পর্দায় তার আবির্ভাব হয় ১৯৭৬ সালে, 'নয়নমণি' চলচ্চিত্রের মধ্য দিয়ে। একুশে পদকসহ পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এ অভিনেতা। অন্যদিকে, চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি 'কুলি' ছবির মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। মেঘের কোলে রোদ, কি যাদু করিলা ও গঙ্গাযাত্রা চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।