সাক্ষাৎকার

শিগগিরই আমাকে বড় পর্দায় দেখা যাবে

লারা লোটাস। ধারাবাহিক ও খন্ড নাটকে সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকের মন ছুঁয়েছেন বহু আগেই। সরব আছেন উপস্থাপনা ও নাচ নিয়ে। করছেন শিক্ষকতাও। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক বিষয়ে কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
দম ফেলার ফুরসত নেই... হঠাৎ করে কাজের চাপ এতো বেড়ে গেছে দম ফেলার ফুরসত নেই। খন্ড নাটক, প্যাকেজ নাটক ও ধারাবাহিকে কাজ করার পাশাপাশি আমি বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করি। আজ এখানে তো কাল অন্য জায়গায়। একটা পর একটা কাজ লেগেই আছে। সামনের দুই মাস এ রকমই যাবে। তারপর সরকারিভাবে নাচের একটি দল নিয়ে দেশে বাহিরে যাওয়ার কথা-বার্তা চলছে। যদিও এখনো চূড়ান্ত হয়নি। তবে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরু দিকে হয়তো প্রথমবারের মতো বিদেশের মাটিতে নাচের অনুষ্ঠানে যোগ দিতে পারি। সুযোগ হারাতে চাইনি... কয়েক বছর ধরেই ছোট কাকু সিরিজটি বেশ জনপ্রিয়। ঈদ এলেই নাটকটি নির্মাণ করা হয়। যদিও নাটকটি আমার কখনই দেখা হয়নি। তবে সবার মুখে মুখে শুনতাম। এবার সেই নাটকে নিজেই কাজ করেছি। নাটকটি প্রচারিত হওয়ার পর অনেকেই আমাকে মেসেজ ও ফোন দিয়ে প্রশংসা করেছে। আর আফজাল হোসেনের মতো মানুষের সঙ্গে কাজের সুযোগ আমি হারাতে চাই নি। সত্যি বলতে, আফজাল ভাইয়ের হাত দিয়েই আমি আজকের লারা লোটাস। উপস্থাপনা ভালো লাগে... অনেক দিন ধরেই নিয়মিত বিভিন্ন টিভি শো'তে উপস্থাপনা করছি। উপস্থাপনা করতে আমার ভালো লাগে। তবে অভিনেত্রী হিসেবে পরিচিত হতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ শুরুটা অভিনয় দিয়েই। অভিনয়ের প্রতি আমার একটি দায় রয়েছে। আজ দু'চারটা লোকে আমাকে অভিনয়ের কারণেই চিনে। তাই সবার আগে অভিনয়ের বিষয়টি রাখতে চাই। এর আসবে অন্য বিষয়গুলো। ওয়েব সিরিজে কাজ করেছি... ইতোমধ্যে একাধিক ওয়েব সিরিজে কাজের অভিজ্ঞতা হয়েছে। তার মধ্যে আজাদ কামালের রচনা ও পরিচালনায় 'মালতী' নামের একটি ওয়েব সিরিজ বেশ জনপ্রিয় হয়েছে। এতে আমি সাপুড়ে চরিত্রে অভিনয় করেছি। চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি... এ বছরের শেষের দিকেই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি। ছবির নাম এই মুহূর্তে বলতে চাচ্ছি না। সব কিছু ঠিকঠাক থাকলে খুব শিগগিরই আমাকে বড় পর্দায় দেখা যাবে। এর বেশি আপাতত কিছু্‌ই বলতে চাই না। সময় হলে সবাইকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেব।