১৫ বছর পর ছোট পর্দায় জেনিফার

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

বিনোদন ডেস্ক
জেনিফার অ্যানিস্টন
দীর্ঘ ১৫ বছর পর ছোট পর্দায় অভিনয় করতে যাচ্ছেন হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। 'দ্য মর্নিং শো'র মধ্য দিয়ে এক যুগেরও বেশি সময়ের বিরতি ভাঙতে চলেছেন এ অভিনেত্রী। তাকে শেষ টেলিভিশনে দেখা গেছে এনবিসির সিটকম 'ফ্রেন্ড'-এ। 'ফ্রেন্ডস' সিরিজে তিনি রেচেল গ্রিনের ভূমিকায় অভিনয় করতেন। ফ্রেন্ডস শেষ হবার পর অ্যানিস্টন অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেছেন। কিন্তু এবার তাকে একেবারে ভিন্ন ভূমিকায় দেখা যাবে টিভিতে। জেনিফার অ্যাপল টিভি পস্নাসের অরিজিনাল সিরিজ 'দ্য মর্নিং শো'তে শুধু অংশই নেবেন না এটি নির্বাহী প্রযোজনাও করবেন। সব ঠিকঠাক থাকলে আগামী ১লা নভেম্বর থেকে সিরিজটির শুটিং শুরু হবে। জানা গেছে, 'দ্য মর্নিং শো' সিরিজটির গল্প একটি সংবাদভিত্তিক অনুষ্ঠান নিয়ে, যেখানকার একজন উপস্থাপকের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ রয়েছে। এই সিরিজের অ্যানিস্টনের সঙ্গে আরও থাকবেন রিজ উইদারস্পুন। উইদারস্পুন ২০০০ সালে ফ্রেন্ডস' সিরিজে রেচেলের ডানপিটে ছোট বোন জিলের ভূমিকায় অভিনয় করেছিলেন। এদিকে, ২০১৭-তে এ অভিনেত্রী অ্যাপলকে এমন একটি সিরিজের ধারণা দিয়েছিলেন কিন্তু #মিটু আন্দোলনের কারণে হঠাৎ করেই এ বিষয়ে ফিকশন শো যৌক্তিকতা হারায়। সিরিজের কাহিনিতে দেখা যাবে অ্যালেক্স লেভি চরিত্রটি তার সহ-উপস্থাপক মিচ কেসলারের (স্টিভ ক্যারেল) বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলে কেসলারকে বরখাস্ত করা হয়। জেনিফার অ্যানিস্টন শুধু অভিনেত্রীই নন। তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও ব্যবসায়ী। মূলত আমেরিকার বিখ্যাত টিভি ধারাবাহিক 'ফ্রেন্ডস'য়ে অভিনয় করেই বিশ্বব্যাপী পরিচিতি পান। এর ফলে তাকে গোল্ডেন গেস্নাব ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার দেয়া হয়। এমনকি, মেনস হেলথ ম্যাগাজিন তাকে সর্বকালের সবচেয়ে যৌন আবেদনময়ী নারী হিসেবেও ঘোষণা দেয়। এছাড়াও হলিউড চলচ্চিত্রে তার বৈচিত্র্যপূর্ণ উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছে বহুবার। এর মধ্যে ব্রম্নস অলমাইটি, অফিস স্পেস, রিউমার হ্যাজ ইট, লেপ্রিকন ও ডিরেইলড'র মতো সুপারহিট সিনেমায় অভিনয় করে হলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।