যুক্তরাষ্ট্র মাতাচ্ছেন কনকচাঁপা

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
কনকচাঁপা
যুক্তরাষ্ট্রে একের পর এক কনসার্টের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মাতাচ্ছেন আলোকিত কণ্ঠশিল্পী কনকচাঁপা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, ডালাস, আটলান্টাতে বিভিন্ন চ্যারিটি শো শেষে এবার ভার্জিনিয়াতে চ্যারিটি শো সংগীত পরিবেশন করবেন এই তারকা। আগামী সপ্তাহে এই শোর মধ্য দিয়েই শেষ হবে কনকচাঁপার যুক্তরাষ্ট্র সফর। চলতি মাসের শেষের দিকেই দেশে ফিরবেন বলেন জানান তিনি। মুঠোফোনে কনকচাঁপা বলেন, 'সত্যি আমি মুগ্ধ এখানকার বাংলাদেশিদের ভালোবাসা পেয়ে। তারা যে আমাকে এতটা পছন্দ করে এটা আমার জানা ছিল না। আমি যে গানই গেয়েছি, তারাও পুরো গানটি আমার সঙ্গে গেয়েছেন। দিন দিন আমার প্রতি মানুষের ভালোবাসা, সম্মান যেভাবে বাড়ছে তাতে সত্যিই মাঝে মাঝে অবাক হয়ে যাই, আমি মুগ্ধ হয়ে যাই। আজীবন এই ভালোবাসা নিয়ে থাকতে চাই।' তিনি আরও বলেন, গত ১১ সেপ্টেম্বর ছিল আমার জন্মদিন। খুব ইচ্ছে ছিল এবারের জন্মদিনে দেশে থাকার। কারণ এবার আমি ৫০-এ পা দিয়েছি। কিন্তু থাকতে পারিনি। আমার পরিবার, আমার অনলাইন স্কুলের ৪০ জন বাচ্চাসহ আমার অন্যান্য ভক্ত যারা আছেন তাদের পরিকল্পনা ছিল এবারের জন্মদিনটি বিশেষভাবে রাঙানোর। কিন্তু হলো না। মিস করেছি আমার মায়ের আদর, মায়ের হাতের পায়েস। কিন্তু যুক্তরাষ্ট্রে আমার ইচ্ছে না থাকার পরেও এখানে সবার আবেগ, ভালোবাসার কাছে আমি হেরে গেছি। আমার জন্মদিনকে ঘিরে এখানে যারা ছিলেন তারা যে আয়োজন করেছিলেন তাতে বিস্মিত হয়েছি। এই ভালোবাসার সত্যিই কোনো তুলনা হয় না।'