সাক্ষাৎকার

কোনো কাজই সহজ নয়

ছোটপর্দার প্রিয় মুখ 'মীর সাব্বির'। তিন শতাধিক নাটকে অভিনয় করা এ শিল্পী বর্তমানে অভিনয়ের পাশাপাশি পরিচালনা নিয়েও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। গত ঈদে একাধিক নাটক পরিচালনা করেছেন তিনি। তার পরিচালিত ধারাবাহিক নাটক 'নোয়াশাল' ইতোমধ্যে অতিক্রম করেছে ৭০০তম পর্ব। কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
এই সময়ে... অভিনয় এবং পরিচালনা নিয়েই সময় কাটছে বর্তমানে। কাজের চাপে কোনো কিছু করার সুযোগ পাই না। তবে এখন নতুন নতুন গল্প নিয়ে কাজ করছি। নতুন গল্পে কাজ করার মজাই আলাদা। অভিনয়ের ক্ষেত্রেও তরুণ নির্মাতাদের নাটকে কাজ করতে অন্যরকম ভালো লাগা কাজ করে মনে। সম্প্রতি আমার গ্রামের জীবন নিয়ে 'অ্যাম্বুলেন্স ডাক্তার' নাটকটি তৈরি হয়েছে। নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা জুয়েল হাসান। এর আগেও তার সঙ্গে আমার একাধিক নাটকে কাজ করা হয়েছে। আর এ রকম কাজ করতে আমার খুব ভালো লাগে। পরিচালনা... আমার তিন শতাধিক নাটকে কাজ করা হয়েছে। আমি অভিনয় যেমন মনোযোগ ও ভালোবাসার সঙ্গে করি, পরিচালনার কাজটিও সুন্দরভাবে করার চেষ্টা করি। সৃজনশীল কাজে ভালোবাসা থাকতেই হয়। নিজে একটু কাজ করে বাকিটুকু কারও ওপর চাপিয়ে দিয়ে সরে যাই না। ৭০০তম পর্বে নোয়াশাল... এই নাটক দর্শক পছন্দ করছেন। ফলে কোথায় গিয়ে শেষ হবে- বলা মুশকিল। আমরা তো কাজ করি প্রথমত নিজের জন্য, তারপর মানুষের জন্য। সব কাজেই প্রেমটা রাখতে চেষ্টা করি। প্রথমে ৫২ পর্বের পরিকল্পনা নিয়ে 'নোয়াশাল' শুরু করেছিলাম, কথা সত্য। কিন্তু দর্শক নাটকটি এত পছন্দ করতে শুরু করলেন, আর চ্যানেল কর্তৃপক্ষও চাইলেন বাড়াতে। ৫২ থেকে ১০০ পর্বে গিয়ে শেষ হতে পারতো। কিন্তু তা হলো না। এটা সত্যি দর্শকের ভালোবাসার জন্যই হয়েছে। চ্যালেঞ্জ... সবাই কিন্তু অপরিচিত একটা ছেলের সঙ্গে কাজ করতে চাইবে না। প্রথম দিকে অনেকের সঙ্গে অনেক ধরনের ঝামেলা হয়েছে। এমনকি অনেক নায়িকা থেকে শুরু করে পরিচালকও আমাকে নানাভাবে অ্যাভয়েড করেছে। কাজ দেবে না- এটা আসলে স্বাভাবিক। এই স্বপ্ন ও প্রতিকূল অবস্থাটা আমার একার না। তবে অনেক পরিশ্রম ও লড়াই করে আমার আজকের এই আমি মীর সাব্বির হয়েছি। আমি এখনো কাজের আগে ভাবি কাজটা আমি কেন করব এবং দর্শক কেন আমার নাটকটা দেখবেন। পরে কাজের মধ্যে ঢুকে যেতে চেষ্টা করি। ভবিষ্যৎ নিয়ে... সৃষ্টিকর্তার অনুগ্রহ ছাড়া সম্ভব নয়। তবে মীর সাব্বির একজনই। যে কেউ ইচ্ছা করলেই শিল্পী হতে পারে না। মানুষের যে ভালোবাসা এবং যশ ও খ্যাতি এসব আলস্নাহপ্রদত্ত। আমাকে মানুষ চেনে ও ভালোবাসে, এতে আমি খুব আনন্দ পাই। তখন আমার সৃষ্টিকর্তা ও বাবা-মায়ের কথা মনে পড়ে। আমি তাদের কারণেই পৃথিবীতে এসেছি। তাই তাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা।