ফের অনুদানের ছবিতে অপর্র্ণা ঘোষ

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
অপর্ণা ঘোষ
নির্মাতা ফাখরুল আরেফিন খানের 'ভুবন মাঝি' ছবিতে সর্বশেষ অভিনয় করেছেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। সরকারি অনুদানের এই ছবিটি মুক্তি পায় ২০১৭ সালে। বর্তমানে একই নির্মাতার 'গন্ডি' ছবিতে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তবে এর মধ্যেই জানা গেল, নতুন ছবির খবর। সরকারি অনুদানের আরও একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অপর্ণা। নাম 'অন্ত্যেষ্টিক্রিয়া'। এটি নির্মাণ করবেন হোসনে মোবারক রুমি। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অপর্ণা। 'অন্ত্যেষ্টিক্রিয়া'র নির্মাতা হোসনে মোবারক রুমি বলেন, 'এর মধ্যেই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অপর্ণা। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়। তার সঙ্গেও আমাদের চুক্তি সম্পন্ন হয়েছে। ছবির অন্য শিল্পীদের নাম খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।' নির্মাতা আরও জানান, ১৯৭১ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে 'অন্ত্যেষ্টিক্রিয়া' ছবির গল্প। আগামী মাস থেকে এর শুটিং শুরু হবে। এদিকে, ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ১৪ ছবির বিরুদ্ধে রুল জারি করেছেন উচ্চ আদালত। অনুদান নীতিমালা লঙ্ঘন করে তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে মোট ১৪টি চলচ্চিত্রের অনুদানের ঘোষণা স্থগিত ও জমাকৃত সকল চলচ্চিত্র নির্মাণ প্যাকেজ প্রস্তাব পুনঃনিরীক্ষণের জন্য উচ্চ আদালতে গত ১৬ জুলাই রিট আবেদন করেন চার নির্মাতা ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অদ্রি হৃদয়েশ, সুপিন বর্মণ এবং খন্দকার সুমন।