চলচ্চিত্রাঙ্গনে আবারও হতাশা

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
চলতি সপ্তাহে মুক্তি পাওয়া 'মায়াবতী' ছবির একটি দৃশ্য
বিনোদন রিপোর্ট হতাশা থেকে কিছুতেই মুক্ত হতে পারছে না চলচ্চিত্র পরিবার। সবার ধারণা ছিল দীর্ঘদিনের দর্শক খরা থেকে এবার হয়তো মুক্ত হবে চলচ্চিত্র। কিন্তু না, মুক্তির পরই হতাশ করে চলতি সপ্তাহে মুক্তি পাওয়া বহুল আলোচিত দুই ছবি 'মায়াবতী' এবং 'অবতার'। দুটি দুই ঘরানার ছবি হলেও সিনেমাহল পরিদর্শন এবং ছবির নির্মাতাদের কাছ থেকে জানা গেছে, ফ্লপের কবলেই পড়তে যাচ্ছে ছবি দুটি। 'মায়াবতী' ছবিটি নিয়ে ব্যাপক প্রচারণা চালালেও সেই প্রচারণা হলমুখী করতে পারছে না দর্শকদের। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবিই দর্শক গ্রহণ করছে বলে প্রচার করছে ছবি সংশ্লিষ্ট নির্মাতা ও কলাকুশলিরা। এ নিয়ে আবারও মত-বিরোধ বাড়ছে দু'পক্ষের মধ্যে। চলতি বছরের এই সময় পর্যন্ত 'পাসওয়ার্ড' ছাড়া মুক্তিপ্রাপ্ত কোনো ছবিই ব্যবসা করতে পারেনি। ছবি খরার এই সময়ে চলতি মাস নিয়ে অনেক প্রত্যাশা ছিল সবার। হুট করেই এ মাসে তারকাবহুল কয়েকটি ছবি নাম লেখায় মুক্তির তালিকায়। প্রথম সপ্তাহ নীরবে কেটে গেলেও দ্বিতীয় সপ্তাহে বেশ ঘটা করে দেশের ৫৫ প্রেক্ষাগৃহে মুক্তি পায় দুটি নতুন ছবি। এর মধ্যে ৩৩ হলে মাহিয়া মাহী-আমিন খান অভিনীত 'অবতার' আর ২২টি হলে তিশা-ইয়াশ রোহানের 'মায়াবতী'। অরুণ চৌধুরীর পরিচালিত 'মায়াবতী' ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। আর তার বিপরীতে ব্যারিস্টারের চরিত্রে ইয়াশ রোহান। ছোটবেলায় পাচারকারীদের ফাঁদে পড়ে মায়ার ঠিকানা হয় যৌনপলস্নীতে। ব্যারিস্টার ইকবালের সাথে পরিচয়ের পর নতুন করে বাঁচার স্বপ্ন দেখে সে। কিন্তু এমন সময়েই মায়ার বিরুদ্ধে ওঠে খুনের অভিযোগ। শুরু হয় তার আরেক সংগ্রাম। এমনই গল্পে ছবিটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রম্নপের ছবিটি নিয়ে বেশ আলোচনা হয়। এমন প্রচারণা দেখে অনেকেই মনে করছিলেন মন্দার বাজারে আশা জাগাবে 'মায়াবতী'। কিন্তু মুক্তির পর এত দিনেও ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে সেই মাত্রার আগ্রহ চোখে পড়েনি প্রেক্ষাগৃহে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছবিটি নিয়ে তেমন কোনো আলোচনা নেই। তবে দর্শক টানতে সিনেমা হলগুলোতে ঘুরে বেড়িয়েছেন ছবির কলাকুশলিরা। ঢাকা ছাড়াও ঢাকার বাইরের সিনেমা হলগুলোতেও প্রচার চালিয়েছেন তারা। ছবিকে জনপ্রিয় করতে তাদের এই উদ্যোগ প্রশংসা পেয়েছে। অন্যদিকে 'অবতার' ছবির মাধ্যমে দীর্ঘ ৬ মাস পর দেখা মেলেছে চলচ্চিত্রের গস্নামার নায়িকা মাহিয়া মাহির। ছবিতে মাহীর বিপরীতে ঢালিউডে অভিষেক হলো জে এইচ রুশোর। এ ছবিতে অভিনয় করেছেন আমিন খান। মাদকাসক্তির কুফল নিয়ে 'অবতার' নির্মাণ করেছেন পরিচালক মাহমুদ হাসান শিকদার। বিষয়বস্তু সময়োপযোগী হলেও কাঙ্ক্ষিত দর্শক মেলেনি বলে জানালেন হল কর্তৃপক্ষ। মুক্তিপ্রাপ্ত সিনেমা দুটির হল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, ছবি দুটি নিয়ে তারা ব্যবসা করতে ব্যর্থ হয়েছেন। তাদের যে মাত্রার প্রত্যাশা ছিল তা নূ্যনতম পূরণ হয়নি। এ বিষয়ে মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদের কাছে জানতে চাওয়া হয়েছিল 'মায়াবতী' সিনেমার হল রিপোর্ট সম্পর্কে। নওশাদ বলেন, 'এ ধরনের বিষয়ভিত্তিক ছবির দর্শক এমনিতেই তেমন হয় না। আমাদের দেশের মানুষ এ রকম ছবিকে টেলিফিল্ম মনে করে। আমাদের দেশের ছবির দর্শকদের একটা বড় অংশ ছবিতে ধুমধারাক্কা চায়। সিনেমা হলের বাইরে থেকে পোস্টার দেখে, তারপর সিদ্ধান্ত নেয় ছবিটি দেখবে কিনা! তিশা ও ইয়াশ ভালো অভিনয় করলেও, দিনশেষে ছবিটি খুব বেশি মানুষ দেখছে না।'