কে হচ্ছেন 'মিসেস বাংলাদেশ'

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বিনোদন রিপোর্ট এর আগে 'মিস বাংলাদেশ' প্রতিযোগিতা হলেও বাংলাদেশে এবারই প্রথম বিবাহিত নারীদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো 'মিসেস বাংলাদেশ'। এরই মধ্যে অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করা হয়েছে সেরা ১০ ১০ জন 'মিসেস'কে। এবারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মিসেসকে বেছে নেয়ার পালা। আজই ফয়সালা হবে কে হচ্ছেন 'মিসেস বাংলাদেশ' বিজয়ী। আজ সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশান ক্লাবে বসছে সেই আয়োজনের গ্রান্ড ফিনালে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের তারিখ ঘোষণা করেন আয়োজকরা। পাশাপাশি পরিচয় করিয়ে দেন সেরা ১০ প্রতিযোগীর সঙ্গে। এ সময় উপস্থিত ছিলেন মিসেস বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজক প্রধান অপূর্ব আবদুল লতিফ, বায়োজিন কসমেসিউটিক্যালস মিসেস বাংলাদেশ-২০১৯ প্রকল্পটির পরিচালক আফসানা হেলালী, ইভেন্ট ডিরেক্টর ও গ্রম্নমিং ইন্সট্রাক্টর কৃষাণ ভূঁইয়া, অভিনেতা শহিদুল আলম সাচ্চু, অন্তু করিম, ফ্যাশন ডিজাইনার আজহারুল হক আজাদ, নারী উদ্যোক্তা নিমা এহসান, আইরিন ইসলাম ও টেলিভিশন প্রযোজক রাজু আলীমসহ অনেকে। সংবাদ সম্মেলনে আবদুল লতিফ বলেন, বাংলাদেশে বিবাহিত মেধাবী নারীদের নিয়ে এ রকম কোনো আয়োজন আগে হয়নি। নারীর শক্তি ও জাগরণকে একধাপ এগিয়ে নেয়ার লক্ষ্যেই তাঁদের এ আয়োজন। তিনি বলেন, 'সংসার আর সন্তান লালন-পালনের দায়িত্ব পালন করে অনেক নারী তাঁদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য তাঁদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা। সংসারের পাশাপাশি যাতে তাঁরা সামাজিক নানা কর্মকান্ডে অংশ নিতে পারেন।' আয়োজকদের সঙ্গে মিসেস বাংলাদেশ প্রতিযোগিতার সেরা ১০ প্রতিযোগী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।