গানে ফিরছেন ঝুমু খান

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বিনোদন রিপোর্ট পেশায় একজন ডাক্তার হলেও দেশের সংগীত পিপাসু শ্রোতাদের কাছে তিনি কণ্ঠশিল্পী ঝুমু খান হিসেবেই পরিচিত। কিন্তু অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পী এখন গান থেকে অনেকটাই দূরে। সর্বশেষ ২০১৩ সালে ডিএলএম থেকে 'অজানায়' নামের একটি অ্যালবাম প্রকাশিত হয় তার। এরপর তাকে আর গানে পাওয়া যায়নি। কারণ ডাক্তার হিসেবেই তার কর্মব্যস্ততা অনেক বেশি। তবে গানকে ছেড়ে বেশিদিন থাকতে পারেন না তিনি। এ কারণে মনের টানে আবারও গানে ফিরছেন বলে জানালেন এই শিল্পী। ঝুমু খান বলেন, 'ইচ্ছে করে মাঝে মাঝে নতুন নতুন গান করার। যদিও এখন আমার গান গাওয়ার চেয়ে গান শুনতেই বেশি ভালো লাগে। শাহনাজ আপা, রুনা আপা, সাবিনা আপা তাদের গান শুনতে শুনতেই বড় হয়েছি। পরবর্তীতে সামিনা আপা, ফাহমিদা আপার গানও মন ছুঁয়ে গেছে। এই প্রজন্মের অনেকের গানই ভালো লাগে আমার। গানের কথা এবং সুর ভালো লাগলেই তা আমি শুনি। গানে নতুন একটি ধারা এসেছে, এই ধারাটা আমার খুব ভালো লাগে। আর এ কারণেই নতুন করে গানে ফেরার প্রস্তুতি নিচ্ছি। তবে নিয়মিত হওয়ার সম্ভাবনা কম।' ১৯৯৪ সালে প্রথম প্রকাশিত হয় তার একক অ্যালবাম 'চন্দ্রিমা রাতে'। এই অ্যালবামের 'পান খাইতে চুন লাগে' গানটি সেই সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। গানটি লিখেছিলেন হাসান মতিউর রহমান এবং সুর করেছিলেন মানাম আহমেদ। গানটির জনপ্রিয়তার কারণে পরবর্তীতে তোজাম্মেল হক বকুল পরিচালিত 'বাঁশিওয়ালা' সিনেমায় গানটি ব্যবহৃত হয়েছিল।