এক বছর ধরে অ্যালবামটি নিয়ে কাজ করছি

তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী ঐশী খুব অল্প সময়েই পরিচিতি পেয়েছেন গানের ভুবনে। সিনেমার গানের পাশাপাশি কনসার্ট করছেন নিয়মিত। পাঁচ বছর আগে প্রকাশিত হয়েছিল তার প্রথম গানের অ্যালবাম 'ঐশী এক্সপ্রেস'। সম্প্রতি প্রকাশ হতে যাচ্ছে এর সিকু্যয়েল 'ঐশী এক্সপ্রেস-২'। নতুন অ্যালবাম, গান ও সমসাময়িক নানা বিষয়ে কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ঐশী
গানে গানে কনসার্ট... নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একটি প্রোগ্রাম শেষ করে এখন বাসায় ফিরছি। বাসায় গিয়ে একটু বিশ্রাম নিয়ে বিশ্ব শান্তি দিবস উপলক্ষে গানবাংলা টিভির আয়োজনে কনসার্টে যাব। নর্থ সাউথে পারফর্ম করলেও গানবাংলা টিভির কনসার্টে উপস্থিত থাকব আমন্ত্রিত অতিথি হিসেবে। এখন কনসার্টের মৌসুম না হলেও কিছু কিছু প্রোগ্রাম হচ্ছে। গতকাল (শুক্রবার) ঢাকার ক্যান্টনমেন্টে একটি প্রোগ্রাম করেছি। আগামী ২৬ তারিখ গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি প্রোগ্রাম আছে। এর মধ্যে ঢাকার বাইরে কয়েকটি প্রোগ্রামের প্রস্তাব আসলেও পরীক্ষার কারণে ফিরিয়ে দিতে হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে আমার পরীক্ষা আছে। গোপালগঞ্জের প্রোগ্রামটি অনেক আগে নেয়াছিল বলেই বাধ্য হয়ে করতে হচ্ছে। গান ও পড়াশোনা... গান ও পড়াশোনা দুটোই চালিয়ে নিচ্ছি। গান আমার নেশা হলেও পেশা হিসেবে নেয়ার ইচ্ছে নেই। মেডিকেলের ছাত্রী হিসেবে আমাকে পড়ালেখায় একটু বেশি সময় দিতে হয়। সম্প্রতি আমার চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশ হয়েছে। আলস্নাহর রহমতে মন্দ হয়নি, ভালো হয়েছে। নতুন সিনেমার গানে... কিছু দিন আগে শাকিব খান অভিনীত 'আগুন' সিনেমায় গান গেয়েছি। 'সামলে তোকে রাখিস যতো' কথার গানে আমার সঙ্গে কণ্ঠে দিয়েছেন প্রতীক হাসান। গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। এরইমধ্যে গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে। গানের কথা অনুযায়ী ইমন ভাই অসাধারণ সুর সঙ্গীত করেছেন। গানটির রিদম এতই চমৎকার যে আমরা গান গাওয়ার সময় নিজেরাই নাচে মগ্ন ছিলাম। যে কারণে গানটির প্রতি অন্যরকম ভালোলাগা তৈরি হয়েছে। 'রঙিলা মন'... সম্প্রতি দেশের প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত 'মায়াবতী' ও 'অবতার' দুটি ছবিতেই আমি গান করেছি। এরমধ্যে 'অবতারে' মাহির ঠোঁটে 'রঙিলা মন' গানটি দারুণ সাড়া ফেলেছে। গানটি অনলাইনে প্রকাশের পর সর্বশেষ ২৭ লাখেরও বেশি ভিউ হয়েছে। ঐশী এক্সপ্রেস-২... ২০১৫ সালে লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছিল 'ঐশী এক্সপ্রেস' প্রকাশিত হয়েছিল। এবার 'ঐশী এক্সপ্রেস-২' প্রকাশ করতে যাচ্ছি। এতে ১০টি গান থাকছে। প্রায় এক বছর ধরে অ্যালবামটি নিয়ে কাজ করছি। নয়টি গান রেকর্ড হয়ে গেছে। বাকি একটি গান তৈরির প্রস্তুতি চলছে। নয়টি গান হলো, আকাশ, মনের খবর, খুঁজে ফিরি, লাভ ইজ মার্কেট আউট, ভোলামন, ঝিলিমিলি, হৃদয়ের ধন, মন্দাবাসি ও ঘোমটা পরা ড্যান্স। প্রথমে চারটি গানের ভিডিও প্রকাশ করব। এরপর পর্যায়ক্রমে সব গানের ভিডিও একটি একটি করে বাজারে আসবে। কয়েকটি অডিও ও ভিডিও প্রতিষ্ঠানের সঙ্গেও কথা চলছে অ্যালবামটি নিয়ে।