মম'তে মুগ্ধ রাধেশ্যাম

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বিনোদন রিপোর্ট প্রথমবারের মতো হিন্দি ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেত্রী জাকিয়া বারী মম। ফয়সাল সাইফ প্রযোজিত 'ম্যাক্স কী গান' নামের ছবিটি পরিচালনা করেছেন সামির খান। গত আগস্টে মম ছবির শুটিংয়ে অংশ নেন। ভুটান ও চীনে হয়েছে ছবির দৃশ্য ধারণ। সাইকো থ্রিলারধর্মী এই ছবিতে মম অভিনয় করেছেন সিবিআই অফিসারের চরিত্রে। তিনি ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ভারতের 'কিম কার্দেশিয়ান' নামে পরিচিত কবিতা রাধেশ্যাম। এর আগে তিনি বাংলাদেশি অভিনেতা নিরবের বিপরীতে অভিনয় করেছেন 'শয়তান' নামের একটি সিনেমায়। জাকিয়া বারী মমর সঙ্গে পর্দা ভাগাভাগি করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন কবিতা রাধেশ্যাম। এমনকি সারাবাংলা ডট নেটের সঙ্গে আলাপকালে তিনি জাকিয়া বারী মমকে প্রশংসার জোয়ারে ভাসান। কবিতা রাধেশ্যাম বলেন, আমি এ পর্যন্ত যাদের সঙ্গে কাজ করেছি তাদের মধ্যে মম অন্যতম সেরা অভিনেত্রী। আমি তার কাছ থেকে অভিনয়ের অনেক কিছু শিখেছি। ছবিতে তাদের দুজনের চরিত্র সম্পর্কে বলেন, আমি এই ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করেছি। আর মম অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। আমি মমর অভিনয়ে মুগ্ধ হয়েছি। তিনি শুধু নিজে অভিনয় করেন না, সহশিল্পীর অভিনয় যেন ঠিকমতো হয় সেজন্য তাকে সাহায্য করেন। এই গুণটা সবার ভেতর থাকে না। কিন্তু মমর ভেতর আছে। কবিতা জানান, কাজের ফাঁকে ফাঁকে মম ও তিনি মজা করে সময় কাটিয়েছেন। নানা বিষয়ে চলত তাদের আড্ডা। কাজ করতে করতে তারা বন্ধু হয়ে গিয়েছেন। আর সে কারণে মমকে 'ডার্লিং' বলেই সম্বোধন করেন কবিতা। মম তাকে বাংলাদেশে আসারও আমন্ত্রণ জানিয়েছেন বলে জানান।