ভাইরাল অ্যালেন শুভ্রর চায়ের দোকান

প্রকাশ | ০৯ অক্টোবর ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
তিন বছর আগে কঠিন রোগে ফজল আলীর বাবা মারা যান। জমিজমা বিক্রি করে বাবার চিকিৎসা করা হয়। মৃতু্যর সময় চায়ের দোকান ছাড়া তেমন কিছুই রেখে যেতে পারেননি ফজর আলীর বাবা। দোকানটা তেমন ভালো চলত না। হঠাৎ শহর থেকে বেড়াতে আসা দুটো ছেলে চায়ের দোকানের একটা ভিডিও তুলে ফেসবুকে ছেড়ে দেওয়ায় ভাইরাল হয়ে যায় ফজর আলী। টেলিভিশন থেকে সাংবাদিকরা দোকানে তার ইন্টারভিউ নিতে এলো। তাকে তার চায়ের স্বাদের গোপন রহস্য জিজ্ঞেস করল। ফজর আলী তাদের জানালেন তার বাবা মৃতু্যর সময় তাকে অনেক দোয়া করে গিয়েছিল। বলেছিল মন দিয়ে দোকানদারি করতে। একদিন আলস্নাহ তাকে সব দেবে। এমনই এক গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে নাটক 'বাবার কেটলি'। সাইফুর রহমান কাজলের রচনায় এ নাটকটি পরিচালনা করেছেন সাখাওয়াত মানিক। এখানে ফজর আলী চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র। তার বিপরীতে এখানে দেখা যাবে লাক্সসুন্দরী মানতাশা মিমকে। আরও অভিনয় করেছেন মুনীরা মিঠু, কচি খন্দকার প্রমুখ। নির্মাতা মানিক নিশ্চিত করেছেন আগামী ১১ অক্টোবর বিকেল ৩টায় প্রচার হবে এই নাটক চ্যানেল আইতে।