সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৪ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
রবার্ট ফরস্টার আর নেই বিনোদন ডেস্ক বর্ষীয়ান অভিনেতা রবার্ট ফরস্টার শুক্রবার লস অ্যাঞ্জেলেসে মারা গেছেন। ৭৮ বছর বয়সী ফরস্টার দীর্ঘদিন ব্রেইন ক্যান্সারে ভুগছিলেন। কুয়েন্টিন টারান্টিনোর 'জ্যাকি ব্রাউন' (১৯৯৭) সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাদে সেরা সহযোগী অভিনেতা হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন লাভ করেন। সিনেমাটিতে ম্যাক্স চেরি চরিত্রে তিনি অভিনয় করেন। এ পর্যন্ত একশ'র বেশি সিনেমায় অভিনয় করেছেন রবার্ট ফরস্টার। সবশেষ 'এল ক্যামিনো: অ্যা ব্রেকিং ব্যাড মুভি' সিনেমায় তাকে এড চরিত্রে দেখা যায়। আশির দশকে স্টিভেন স্পিলবার্গের সাড়া জাগানো সায়েন্স ফিকশন টিভি সিরিজ 'অ্যামাজিং স্টোরিস' তাকে দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে দেয়। পর্দা নামল বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিনোদন ডেস্ক শনিবার রাতে ২৪তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নেমেছে। এ উৎসবের 'নিউ কারেন্ট' বিভাগে যৌথভাবে পুরস্কার জিতে নিয়েছে ট্র্যান থান হাই নির্মিত ভিয়েতনামের 'রম' এবং মোহানাদ হায়াল নির্মিত ইরাক-কাতার যৌথ প্রযোজনার 'হাইফা স্ট্রিট'। নিউ কারেন্ট বিভাগে সেরা ফিচার ফিল্ম নির্বাচন করে পুরস্কার প্রদান করা হয়। বিভাগের জুরি মাইক ফিগিস রম ছবিটির প্রসঙ্গে বলেন, 'ছবিতে দারুণ শক্তি আছে। ভালো অভিনয়ের সঙ্গে ভিন্ন ধরনের ক্যামেরার কাজের সমন্বয় ছবিটিকে অসাধারণ করে তুলেছে। ছবির শেষটাও জুরি বোর্ডের মন কেড়ে নিয়েছে।' বিচারকদের মতে হাইফা স্ট্রিটকেও সেরা ঘোষণা করার আছে। এ ছবিতে রয়েছে পরিণত একটি গল্প। নির্মাতা সিনেমার ভাষা বুঝে আত্মবিশ্বাসের সঙ্গে ছবিটি নির্মাণ করেছেন। 'আ উইন্ডো অন এশিয়ান সিনেমা' ক্যাটাগরিতে সেরা হয়েছে সারমাদ সুলতান খুসাত-এর পাকিস্তানি ড্রামা সার্কাস অব লাইফ। এই ছবিতে মডার্ন-ট্র্যাডিশনাল সোসাইটির ব্যক্তিগত গোপনীয়তার ভঙ্গুর দশাকে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও ইয়ুন ডানবির কোরিয়ান ছবি মুভিং অন জিতেছে ডিরেক্টরস ফিল্ড অব কোরিয়া অ্যাওয়ার্ড, নেটপ্যাক অ্যাওয়ার্ড, কেটিএইচ অ্যাওয়ার্ড এবং সিটিজেন ক্রিটিক অ্যাওয়ার্ড। দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর শুরু হয়েছিল ২ অক্টোবর। এ বছর বুসান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে স্থান করে নিয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত 'শনিবার বিকেল'। উৎসবের শেষদিন কোরিয়ান নির্মাতা লিম ডাইহাং-এর মুনলিট উইন্টার ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। মডেল শিশিরের নতুন যাত্রা বিনোদন রিপোর্ট রাজধানীর উত্তরায় রাজলক্ষ্ণী টপিক্যাল আলাউদ্দিন টাউয়ার শপিং কমপেস্নক্সে যাত্রা শুরু করল নিবিড় ফ্যাশন। শুক্রবার দুপুরে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই আউটলেট উদ্বোধন করেন। তার সাথে যুক্ত হয়েছেন অভিনেতা শিশির। তার সাথে আরও দেখা গেছে এ প্রজন্মের তরুণ মডেলদের। উদ্বোধনী অনুষ্ঠান আলোকিত হয়ে ওঠে অভিনেত্রী, নৃত্যশিল্পী সংগীতশিল্পী, মডেল, সাংবাদিক ফ্যাশন ডিজাইনার নিবিড় ফ্যাশন-এর কর্মকর্তাসহ অনেক মিডিয়া ব্যক্তিত্বের উপস্থিতিতে। ফিতা কেটে শোরুমের যাত্রা শুরু, এরপর অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। এ প্রসঙ্গে অভিনেত শিশির আহম্মেদ জানায়, এ ফ্যাশনে আছে, শাড়ি, থ্রিপিস গ্রাউন, ব্রাইডাল শাড়ি, লেহেঙ্গাসহ অনেক কিছু। এমন একটি হাউজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।' উলস্নখ্য, প্রতিষ্ঠানটির নিবিড় ফ্যাশন হাউসের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জনাব শহিদুল আলম বলেন পুরো বছরই নতুন নতুন ডিজাইনের পোশাক উপহার দিয়ে আসছে।