'জোকার' নিয়ে মার্কিন সরকারের উদ্বেগ

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৯, ০০:০০

বিনোদন ডেস্ক
জোকার' ছবির একটি দৃশ্য
বিখ্যাত খলনায়ক চরিত্র নিয়ে নির্মিত 'জোকার' সিনেমাটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। আর এক সপ্তাহ না যেতেই যুক্তরাষ্ট্রে জন্ম দিয়েছে নানা বিতর্কের। মুক্তির পর এখন পর্যন্ত ২৫ কোটি মার্কিন ডলায় আয় করলেও মার্কিন সরকারের দাবি, ছবি মুক্তির পর নিরাপত্তার বিষয়টি সামনে চলে এসেছে। জোকার মুক্তির দিন থেকেই মার্কিন সেনাবাহিনী দেশের বিভিন্ন জায়গায় গোলাগুলি ঝুঁকি রয়েছে বলেও সতর্কতা জারি করেছে। সাত বছর আগেও 'দ্য ডার্ক নাইট রাইজেস' সিনেমা মুক্তির পর গোলাগুলি ঘটনায় ১২ জন নিহত হয়েছিল। সেই সূত্র ধরেই এবার জোকার মুক্তির পর মার্কিন সরকার বিভিন্ন জায়গায় সতর্কতা জারি করেছে। এছাড়াও সম্প্রতি আমেরিকার বেশ কয়েকটি শহরের সিনেমা হল ঘোষণা করেছে, মুখোশ পরে বা পেইন্ট দিয়ে মুখ রাঙিয়ে কেউ হলে ঢুকতে পারবে না। এদিকে, 'জোকার' সিনেমায় মূলত আর্থার ফ্লেক নামের একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তির গল্প দেখানো হয়েছে। যার পেশাগত ও ব্যক্তিগত জীবনের ব্যর্থতা তাকে এক সময় সহিংস করে তোলে। সিনেমায় অনেক অ্যাকশন ও সহিংস মারপিটের দৃশ্য রয়েছে। সমালোচকরা বলছেন এ ছবির মধ্য দিয়ে সন্ত্রাসবাদকে উসকে দেওয়া হয়েছে আমেরিকায়। যা খুবই নিন্দনীয় বিষয়। যদিও ফ্লেকের ন্যারেটিভকে গুরুত্ব দিয়ে হাজির করার জন্য পরিচালক টড ফিলিপসকে দুষছেন সমালোচকরা। ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের রিচার্ড লসন সিনেমাটিকে একজন অসুস্থ মানুষের 'একটি কান্ডজ্ঞানহীন প্রচারণা' বলে অভিহিত করেছেন।