'কালো জামাই' আ খ ম হাসান

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
রাজীব মণি দাসের রচনায় ও আর আইচ সোহেলের পরিচালনায় নির্মিত হলো এক পর্বের নাটক 'কালো জামাই'। এটি নির্মিত হয়েছে স্বপ্নের কারিগরের ব্যানারে। এতে বিভিন্ন চরিত্রে দেখা যাবে আ খ ম হাসান, অরিন, নিথর মাহবুব, সীমানা শীলা, বিপস্নব প্রসাদ, আফরোজা হোসেন, জাদু ফরিদ, ফরহাদ সরকার, আফতাব উদ্দিন, নবাব তুহিনকে। এ প্রসঙ্গে পরিচালক আর আইচ সোহেল জানান, এতে আ খ ম হাসান অনবদ্য অভিনয় করেছেন। নাটকটিতে আ খ ম হাসানের গায়ের রং কালো থাকে বলে গ্রামের সবাই তাকে কালু বলে ডাকে। তবে কালু সবসময় থাকে হাসি-খুশি। আসল ঘটনা ঘটে বিয়ের সময়। তার বউ মিথিলা তাকে দেখে অজ্ঞান হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে গ্রামে বিষয়টি রটে যায়। এরপর সবাই কালুকে কাউয়া বলে সম্বোধন করতে থাকে। সঙ্গে ঘটতে থাকে মজার মজার সব ঘটনা। একপর্যায় কালু সবাইকে বুঝিয়ে দেন, সাদা-কালোর বিষয়টি একজন মানুষকে মাপার মাপকাঠি হতে পারে না। ভালো-মন্দের বিচার হওয়া দরকার তার ব্যবহারে। এভাবেই চলতে থাকে কালো জামাই নাটকটি।' উলেস্নখ্য, কালো জামাই শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।