৭১-এ হেমা মালিনী

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
হেমা মালিনী
বিনোদন ডেস্ক বলিউডের প্রখ্যাত অভিনেত্রী হেমা মালিনী। ১৯৪৮ সালের আজকে এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। সে হিসেবে ৭১ বছরে পা রাখতে যাচ্ছেন এ অভিনেত্রী। ক্যারিয়ারের শুরু থেকেই হিন্দি, তামিল ও তেলেগু সিনেমায় তিনি ছিলেন আলোচিত মুখ। পরবর্তীতে পরিচালক ও প্রযোজক হিসেবেও নাম লেখান তিনি। ১৯৮৬ সালে 'স্বপ্ন কা সওদাগর' চলচ্চিত্রের মধ্য দিয়ে ভারতীয় সিনেমার ঝলমলে পর্দায় তার অভিষেক হয়। ধর্মেন্দ্র ও রাজেশ খান্নার সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। দূরদর্শী অভিনয়ে সর্বমোট এগারো বার পেয়েছেন ফিল্ম ফেয়ার মনোনয়ন। চলচ্চিত্রাঙ্গনে অসামান্য অবদানের জন্য ২০০০ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মাননা প্রদান করেন। তার অভিনীত জনি মেরা নাম, সীতা অর গীতা, ড্রিম গার্ল স্বপ্না, হ্যায় রাম, আমার ক্যা ফারিস্তে, বাগবান, ভীর-জারা, লাগা চুনারির মে দাগ, গঙ্গাত্রীসহ বেশ কয়েকটি সুপারহিট সিনেমা উপহার দেন। হেমা ভারতীয় সব ধরনের নাচে দক্ষ। পশ্চিমা ঘরানার কিছু নাচও জানা আছে এ ড্রিম গার্লের। নাচ প্রথম প্রেম হলেও অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন ছোটবেলা থেকে। ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করে বই থেকে ছুটি নেন। ১৯৬৪ সালে নায়িকা হওয়ার জন্য যান তামিল পরিচালক সিভি শ্রীধরের কাছে। কিন্তু যথেষ্ট 'স্টার ম্যাটেরিয়াল' নয় বলে হেমাকে ফিরিয়ে দিয়েছিলেন সিভি। পরে তার জায়গায় নিয়েছিলেন জয়ললিতাকে। তামিল ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও হেমা মালিনী প্রথম আলোচনায় আসেন তেলেগু ছবি 'পান্ডাবা বনবাসামু'র (১৯৬৫) মাধ্যমে।