ছোটপর্দার অনুষ্ঠানমালা

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
জি বাংলায় আজ সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক 'কৃষ্ণকলি'। মেগাটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন নীল ভট্টাচার্য ও তিয়াসা রায়। অন্যান্য ভূমিকায় রয়েছেন শঙ্কর চক্রবর্তী, রিমঝিম মিত্র, চৈতালি চক্রবর্তী, মৌ ভট্টাচার্য, সঞ্জীব সরকার প্রমুখ বাংলাভিশনে আজ রাত ৮টা ১৫ মিনটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক 'দ্য গুড দ্য ব্যাড এন্ড দ্য আগলি'। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, ডা. এজাজ, ফারুক আহমেদ'সহ আরো অনেকে। স্টার জলসায় সপ্তাহের প্রতি সোম থেকে রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক 'কে আপন কে পর'। এ ধারাবাহিকে অভিনয় করেছেন বিশ্বজিৎ ঘোষ, পলস্নবী ও মোনালিসা প্রমূখ মাছরাঙা টিভিতে রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ফুল এইচ ডি। অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সানজিদা প্রীতি, ফজলুর রহমান বাবু, শহিদুজ্জামান সেলিম, আরফান, তাজিন, আমিরুল হক চৌধুরী, জুঁই করিম প্রমুখ আজ রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক 'বৃহস্পতি তুঙ্গে'। মোশাররফ করিমের মূল ভাবনায় নাটকটি পরিচালনা করেছেন রায়হান খান। এতে অভিনয় করেছেন মোশররফ করিম, মামুনুর রশীদ, তারিক আনাম খান, সাজু খাদেম, রুনা খান, সানজিদা প্রীতি, জুঁই করিম প্রমুখ