সংবাদ সংক্ষপে

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আজ মুক্তি পাচ্ছে 'ডনগিরি' বিনোদন রিপোর্ট আজ দেশব্যাপী মুক্তি পাচ্ছে শাহ আলম মন্ডল পরিচালিত 'ডনগিরি' সিনেমাটি। অ্যাকশন ধাঁচের সিনেমাটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, বাপ্পী চৌধুরী ও এমিয়া এমি, হাসান ইমাম, শর্মিলী আহমেদ, সাদেক বাচ্চু, লায়লা হাসান, আলীরাজ, মিজু আহমেদ, মিশা সওদাগর, অমিত হাসান, অরুণা বিশ্বাস, শিবা সানু, ডিজে সোহেল, এসআই ফারুক প্রমুখ। সিনেমার পরিচালক শাহ আলম মন্ডল বলেন, 'ডনগিরি বড় বাজেটের তারকাবহুল সিনেমা। আমি আশাবাদী সিনেমাটি নিয়ে। আশা করছি, বাণ্যিজ্যিক ও জনপ্রিয়তার দিক থেকেও সিনেমাটি সফল হবে। বাকিটা ভাগ্যের ব্যাপার। তবে দর্শকদের প্রতি আমার বিনীত আহ্বান, আপনারা সিনেমা হলে গিয়ে ডনগিরি দেখবেন, তাহলে ভালো লাগবে। সিনেমাটি চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন প্রয়াত যোশেফ শতাব্দী। সিনেমার গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, কনক চাঁপা, পড়শি, লেমিস ও ইমরান। গানগুলো লিখেছেন দেশের জনপ্রিয় গীতিকাররা। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল, সাইফ খান কালু ও হাবিব। অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন ডি এইচ চুন্নু। আসাদুজ্জামান নূরের নতুন আবৃত্তির অ্যালবাম বিনোদন রিপোর্ট বর্তমানে রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত সময় পার করছেন আসাদুজ্জামান নূর। ছিলেন সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রীও। তবে তিনি অভিনেতা এবং আবৃত্তিকার হিসেবেই বেশি খ্যাতিমান। রাজনীতির শত ব্যস্ততার মধ্যেও আসাদুজ্জামান নূর তার মূল পরিচয় থেকে দূরে সরে যাননি। সময় বের করে সময় দেন অভিনয় আর আবৃত্তিতেও। সেই ধারাবাহিকতায় প্রকাশিত হচ্ছে আসাদুজ্জামান নূরের নতুন আবৃত্তির অ্যালবাম 'যদি এই বাংলায় আসো'। অ্যালবামটিতে তার সঙ্গে আবৃত্তি করেছেন কলকাতার জনপ্রিয় আবৃত্তিশিল্পী ডালিয়া বসু সাহা। অ্যালবামটিতে তারা আবৃত্তি করেছেন কবি রাম চন্দ্র দাসের ১০টি কবিতা। কবিতাগুলোর শিরোনাম- যদি এই বাংলায় আসো, শুধু শান্তি চাই, আমি এই যুগের মেয়ে যদি, অপর বেলায়, শ্যামল সন্ধ্যার কাব্য, দাবায়ে রাখতে পারবে না, ইয়ে, রবি-নজরুলের বঙ্গদর্শন, গ্রেডার্থী ও টাক। আজ সন্ধ্যায় ছায়ানটে অনুষ্ঠিত হবে অ্যালবামের মোড়ক উন্মোচন।