এবার ভয়েজ আর্টিস্ট প্রিয়াঙ্কা চোপড়া

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ০০:০০

বিনোদন ডেস্ক
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবার কাজ করলেন একজন ভয়েজ আর্টিস্ট হিসেবে! কি চমকে গেলেন? চমকানোর কিছু নেই। ওয়ার্ল্ড ডিজনির বিখ্যাত ফ্রোজেন সিরিজের দ্বিতীয় কিস্তির ছবিতে কাজ করেছেন প্রিয়াঙ্কা। অ্যানিমেশন এ সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে ইংরেজি ও হিন্দি ভাষায়। আর হিন্দি ভাষার ডাবিংয়ে কণ্ঠ দিয়েছেন এ বলিউড সুন্দরী। এদিকে ফ্রোজেন টু'র এলসা চরিত্রে কণ্ঠ দেওয়ার প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমকে প্রিয়াঙ্কা বলেন, 'সিনেমাটির একগুয়ে চরিত্র এলসাকে আমি গভীরভাবে অনুভব করেছি। এমন একটি চরিত্রে কণ্ঠ দেওয়া আমার জন্য সত্যিই দারুণ একটি সুযোগ ছিল। আর পরিনীতির সঙ্গে কাজের অভিজ্ঞতাটাও দারুণ। সে শুধু আমার বোনই নয়, কাছের একজন বন্ধুও বটে। 'ফ্রোজেন ২' পরিচালনা করেছেন ক্রিস বাক ও জেনিফার লি। মূল সিনেমায় ইংরেজিতে কণ্ঠ দিয়েছেন ক্রিস্টেন বেল, ইডিনা মেনজেল, জনাথন গ্রথ ও জোশ গ্যাড। ২০১৩ সালের থ্রিডি কম্পিউটার-অ্যানিমেটেড মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা 'ফ্রোজেন'র সিকুয়েল হলো 'ফ্রোজেন ২'। ওয়ার্ল্ড ডিজনি অ্যানিমেশন স্টুডিওস প্রযোজিত সিনেমাটি হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসনের রূপকথা 'দ্য স্নো কুইন' অবলম্বনে নির্মিত। ১৫ কোটি ডলারে নির্মিত 'ফ্রোজেন' (২০১৩) বক্স অফিসে আলোড়ন তুলে ১২৭ কোটি ডলার আয় করে। ওয়ার্ল্ড ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স চলতি বছরের ২২ নভেম্বর 'ফ্রোজেন-২' বিশ্বজুড়ে মুক্তি দিতে যাচ্ছে।