সাক্ষাৎকার

নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করি

নব্বইয়ের দশকের আলোচিত চিত্রনায়িকা শাবনাজ। প্রথম চলচ্চিত্র 'চাঁদনি' দিয়ে কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি। এরপর একাধিক ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিলেও এক সময় অভিনয় থেকে দূরে চলে যান। বিয়ের পর স্বামী সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। অভিনয় থেকে দূরে থাকলেও চলচ্চিত্রের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। নিজের প্রযোজনায় 'চাঁদনি' ছবির সিকুয়্যাল নির্মাণ করতে চাইছেন। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক নানা প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে...

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
শাবনাজ
বর্তমানে ব্যস্ততা... স্বামী-সন্তান নিয়েই আমার সুখের সংসার। এখন পরিবার নিয়েই ব্যস্ত থাকতে হয়। অভিনয় থেকে দূরে থাকলেও সেইসব দিনগুলোর কথা খুব মনে পড়ে। কমবেশি চলচ্চিত্রাঙ্গনের খোঁজ-খবর রাখা হয়। চলচ্চিত্রের কিছু কিছু অনুষ্ঠানেও যাওয়ার চেষ্টা করি। প্রযোজনার 'চাঁদনি'... যেহেতু 'চাঁদনি' ছবিটি আমাদের অভিনয় জীবনের একটি টার্নিং পয়েন্ট ছিল। তাই নিজেদের প্রযোজনায় আমি ও নাঈম ছবিটির সিকুয়্যাল করার ঘোষণাও দিয়েছিলাম। তবে একটু সময় লাগবে। যেমন হচ্ছে চলচ্চিত্র... চলচ্চিত্রের সুদিন হারিয়ে গেছে অনেক আগে। চলচ্চিত্রের বর্তমান অবস্থা সবারই জানা। আগের মতো তেমন ভালো গল্পের চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না। দর্শকও হলে গিয়ে সিনেমা দেখতে চান না। সিনেমা হলের সংখ্যা ক্রমেই কমছে। তবে কেউ কেউ চেষ্টা করছে ভালো কিছু করার। চলচ্চিত্র নিয়ে প্রত্যাশা... একজন পরিচালক আর প্রযোজক চাইলে এখনো ভালো গল্পের চলচ্চিত্র নির্মাণ করা সম্ভব এবং এখনো চলচ্চিত্র হিট করা সম্ভব। কেননা আমাদের দেশের মানুষ ভীষণ বিনোদনপ্রেমী। ভালো ছবি তারা দেখতে চান। সামান্য কিছু ছবি ভালো হলেও তা প্রচারণার কারণে পিছিয়ে থাকে। এই জন্য ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের প্রচার-প্রচারণায় আসতে হবে। সেখানে শুধু শুধু দর্শকদের দোষ দিয়ে কোনো লাভ হবে না। শিল্পী সমিতির নির্বাচন... শিল্পী সমিতির নির্বাচন নিয়ে চলচ্চিত্রাঙ্গনে একটি উৎসব বিরাজ করে। নির্বাচনের দিন সবার সঙ্গে দেখা হয়। এ সময়টার জন্য অনেকে আমরা অপেক্ষা করি। কিন্তু এবারে নির্বাচন নিয়ে নানা ধরনের খবর পাচ্ছি। এটাকে ঘিরে আর কোনো খারাপ খবর চাই না। চলচ্চিত্রের একেকজন তারকা মানুষের কাছে আদর্শ। সেটি ভুলে গেলে হয়তো চলবে না। আমরা সবাই কিন্তু এই অঙ্গনের মানুষ। সবাই কিন্তু সহকর্মী, ভাই, বন্ধু।