শেষ হলো গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বিনোদন রিপোর্ট দুই বাংলার আয়োজনে মুখরিত হয়ে উঠেছিল 'গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব'। দর্শক আর নাট্যকর্মীদের পদচারণায় জমে উঠেছিল ঢাকার মঞ্চপাড়া। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাঁচ মঞ্চ ও মহিলা সমিতির মিলনায়তনসহ একযোগে ছয় মঞ্চে চলছে ১০ দিনের এ উৎসবটি। বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে মৈত্রী বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয়ে শুরু হয়েছিল এ উৎসব। গতকাল রোববার শেষ হলো এ আয়োজন। সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। গতকাল রোববার উৎসবের শেষদিনে মঞ্চায়ন হয় আরণ্যক নাট্যদল 'ময়ূর সিংহাসন', সময়ের 'ভাগের মানুষ' এবং থিয়েটার ৫২-এর 'একজন কমলাসুন্দরী ও একটি বাঘ'। ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে প্রদর্শিত হয়েছে থিয়েট্রনের সিচুয়ানের সুকন্যা। নাটক মঞ্চায়নের আগে বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জাতীয় নাট্যশালার উন্মুক্ত মঞ্চে এবং সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে কণ্ঠশীলনের আবৃত্তিও আগত দর্শকদের মুগ্ধ করে। উৎসব পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছ জানান, এবারের উৎসবে প্রায় সব নাটকের প্রদর্শনীতেই আসন ছিল পূর্ণ। গত শুক্রবার শুধু জাতীয় নাট্যশালায় ৯৮ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছিল। এমনকি সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে সাংস্কৃতিক পরিবেশনায় ১৪ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে। এটি অভাবনীয়। এ উৎসবে ঢাকা ও ঢাকার বাইরের ৩৬টি নাট্যদল এবং ভারতের চারটি দলসহ আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, পথনাটকের ১২১টি সংগঠনের প্রায় চার হাজার শিল্পী অংশ নেন।