শুভ জন্মদিন

৪৬-এ মালাইকা

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
মালাইকা অরোরা
বিনোদন ডেস্ক বলিউডের প্রথম সারির তারকাদের একজন মালাইকা অরোরা। অভিনয়ের পাশাপাশি সাবেক স্বামী আরবাজ খানের সঙ্গে প্রযোজক হিসেবেও বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। ২০১০ সালের 'দাবাঙ্গ' চলচ্চিত্রে 'মুন্নি বদনাম হুয়ি' গানে সালমান খানের সঙ্গে নেচে আলোচনায় আসেন। আজ এ অভিনেত্রীর ৪৬তম জন্মদিন। ১৯৭৩ সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। চেম্বুরের স্বামী বিবেকানন্দ স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন মালাইকা। তার মা ছিলেন স্থানীয় গ্রেস পলিকার্প স্কুলের প্রধান। মাধ্যমিকে পড়ার সময় থেকেই টুকটাক মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। মডেলিংয়ের সুবাদেই সুযোগ পান অভিনয়ে। এরপর সুযোগ পান ইন্ডিয়ান এমটিভিতে উপস্থাপনার। সেই সূত্র ধরে ১৯৯৮ সালে বলিউড চলচ্চিত্র 'দিল সে' একটি আইটেম গানে নাচেন। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তার পরিচিতি। ২০০০ সালের দিকে বেশ কয়েটি আইটেম গানের সঙ্গে কাজ করেন চলচ্চিত্রেও। ২০০৮ সালের 'ইএমআই' চলচ্চিত্রে প্রধান নারী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে ভারতীয় প্রথম সারির অভিনেত্রীদের কাতারে নিয়ে আসেন। ২০১৪ সালে তিনি ফারাহ খান পরিচালিত অ্যাকশন কমেডি ড্রামা চলচ্চিত্র 'হ্যাপি নিউ ইয়ার'র একটি বিশেষ চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করার সুবাদে পান বেশ কয়েকটি পুরস্কারও। এছাড়াও বেশ কয়েকটি নাচের রিয়েলিটি শো'র বিচারক হিসেবে দায়িত্ব পালন করেনে মালাইকা। এর মধ্যে স্টার ওয়ানের 'জারা নাচকে দিখা' অন্যতম। এ পর্যন্ত এ অভিনেত্রী 'বিচু', 'মা তুঝে সালাম', 'ওম শান্তি ওম', 'হ্যালো ইন্ডিয়া' ও 'হাউজফুল টু'র জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। 'দাবাঙ' চলচ্চিত্রের জন্য পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।