বিভ্রান্তির শিকার সালমা

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সালমা
বিনোদন রিপোর্ট ক্লোজআপ তারকা সালমাকে নিয়ে বেশ কয়েকদিন ধরেই নানা রকম খবর চাউর হয়েছে শোবিজ অঙ্গনে। একদল বলছেন, গান ছেড়ে দিচ্ছেন সালমা, আরেকদল বলছেন, দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন এই গায়িকা। তবে এসব খবরকে ভিত্তিহীন মন্তব্য করে সালমা জানান, 'আমি গান নিয়েই থাকব এবং দেশেই নিয়মিত গান করব। আমি জানি না, কারা আমাকে নিয়ে এরকম বিভ্রান্তি ছড়াচ্ছেন। গান ছাড়ার তো প্রশ্নই আসে না। গান আমার প্রাণের খোরাক। গান ছাড়া আমি নিজেও বেঁচে থাকতে পারব না।' সালমা বলেন, 'এটা সত্যি ব্যক্তিগত কাজে আমি কিছুটা দিন দেশের বাইরে ছিলাম। কিন্তু তার মানে এই নয় যে, আমি দেশের বাইরেই স্থায়ী হচ্ছি এবং গান ছেড়ে দিচ্ছি। ১ সেপ্টেম্বর আমার দ্বিতীয় কন্যা সাফিয়ার জন্ম হয়। সাফিয়ার বয়স মাত্র দুই মাস। আপাতত মেয়েকে নিয়েই আমার বেশি ব্যস্ততা। যদি কোনো গানের রেকর্ডিং থাকে, তাহলে আমার শাশুড়ি আমাকে সহযোগিতা করছেন।' গত সপ্তাহে প্রথমবারের মতো হাবিব ওয়াহিদের সুরে এবারই প্রথম কোনো গানে কণ্ঠ দেন সালমা। 'দূর অজানায়' শিরোনামের এ গানটি লিখেছেন অমিত কর্মকার এবং গানটির সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ। সালমা বলেন, 'হাবিব ভাইয়ের সুরে প্রথম গান গাইলাম। এক কথায় মুগ্ধ হবার মতোই একটি সুর করেছেন তিনি। তার সুরে গান করে আমি কতটা উচ্ছ্বসিত তা ভাষায় প্রকাশ করতে পারব না। শুধু এতটুকু বলব, একটি অসাধারণ গানের অপেক্ষায় আমার ভক্ত-শ্রোতাদের বেশিদিন রাখব না।' গেল ২০ অক্টোবর সালমা জান্নাত আরা ফেরদৌসের লেখা ও জিয়াউদ্দিন আলমের সুরে নতুন আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন। মূল কথা নতুন নতুন গানের কাজেই ব্যস্ত সালমা। এরই মধ্যে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো জয় সরকার পরিচালিত 'ইন্দুবালা' সিনেমায় সালমার গাওয়া 'দুঃখের ছায়া' গানটি। এই গানটিতে তার অসাধারণ গায়কির জন্যও প্রশংসিত হচ্ছেন সালমা। গানটি লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ, সুর করেছেন অভি এবং সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।