ছোটপদার্র অনুষ্ঠানমালা

প্রকাশ | ১১ আগস্ট ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
বাংলাভিশনে প্রতি রোব ও সোমবার রাত ৮টা ১৫মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘রোড নাম্বার ৭, বাড়ি নাম্বার ১৩’। আজাদ আবুল কালামের রচনা ও রুলীন রহমানের পরিচালনায় নাটকটিতে রিচি ছাড়াও অভিনয় করেছেন আফরান নিশো, ইন্তেখাব দিনার, সুজানা জাফর, আজাদ আবুল কালাম, তানিয়া হোসাইন, শম্পা রেজা, আবুল হায়াত, খায়রুল আলম সবুজ, আফরোজা বানু, দিহান, শাহাদাৎ প্রমুখ এটিএন বাংলায় আজ রাত ১১টায় প্রচার হবে নন্দিত উপস্থাপক খন্দকার ইসমাইলের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় প্রবাসীদের সম্মানে বিশেষ অনুষ্ঠান ‘প্রবাস জীবন’। এতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘এখানে সময়টা থমকে থাকে, চঁাদ উঠে কখন জানি না, শ্রমে-ঘামে সুখ খুঁজে খুঁজে হায়, প্রবাস জীবন কেটে যায়’ এমন কথার নতুন একটি গান গেয়েছেন কণ্ঠশিল্পী ও সুরকার ফাহিম ফয়সাল। আরটিভিতে আজ রাত ১০টায় প্রচার হবে জনপ্রিয় চিত্রনায়িকা পূণির্মার উপস্থাপনায় সেলিব্রেটি টকশো ‘এবং পূণির্মা’। এ পবের্ অতিথি বিদ্যা সিনহা মিম বৈশাখী টিভিতে আজ রাত ৮টা ৪০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘রসের হাড়ি’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, অহনা, নাজিরা মৌ, সাঈদ বাবু, ডা. এজাজ, ম ম মোশের্দ, অরিনা, সানজিদা তন্বি, আ.খ.ম. হাসান, সিদ্দিকুর রহমান প্রমুখ জি বাংলায় প্রতি সোম থেকে শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হচ্ছে মেগা সিরিয়াল ‘সীমারেখা’। শাশ্বতী ঘোষের গল্প অবলম্বনে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন যৌথভাবে সুমন ও অমিত দাস। দুই মেরুর দুই বোনের জীবনকাহিনী নিয়ে নিমির্ত হয়েছে এই ধারাবাহিক নাটকটি। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ভারতের প্রখ্যাত অভিনেত্রী ইন্দ্রানী হালদার এনটিভিতে আজ দুপুর ১২টা ২০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘গল্পের ইলিশ’। রচনা পান্থ শাহরিয়ার। পরিচালনায় নিয়াজ মাহবুব। অভিনয়ে- তারিন, পাথর্ বড়–য়া, তানিয়া, শমীর্মালা, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম প্রমুখ