জয়ললিতার বায়োপিক নিয়ে হতাশ কঙ্গনা

প্রকাশ | ০৮ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
কঙ্গনা রানৌত
বিনোদন ডেস্ক ভারতের তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃতু্যর প্রায় তিন বছর পর তার বায়োপিক তৈরি করার হিড়িক পড়েছে বলিউডে। এ পর্যন্ত পাঁচটি বায়োপিকের খবর পাওয়া গেছে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পরিচালক গৌতম বাসুদেব মেনন এবং এএল বিজয়ের 'থালাইভি' ছবিটি নিয়ে। এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার জন্য চূড়ান্ত হয়েছেন কঙ্গনা রানৌত। জয়ললিতার বায়োপিকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই উচ্ছ্বাস প্রকাশ করে আসছেন এই অভিনেত্রী। কিন্তু হঠাৎ করেই সেই উচ্ছ্বাস যেন পরিণত হয় বিষাদে। জানা গেছে, অনিশ্চয়তা দেখা গেছে জয়ললিতার বায়োপিক। জয়ললিতার ভাইঝি দীপা জয়কুমার আর্জি জানিয়েছেন, যেহেতু এই ছবিতে জয়ললিতার ব্যক্তিগত জীবন দেখানো হবে, তাই পরিচালকদের উচিত পরিবারের মতামত নেওয়া। শুধু তাই নয়- এর পরেই মাদ্রাজ হাইকোর্ট পরিচালক গৌতম মেনন এবং এএল বিজয়কে নোটিস পাঠিয়েছে। বিষয়টি নিয়ে কঙ্গনা বলেছেন, 'আমি যখন অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হই, তখন বিজয় এবং ছবির প্রযোজক বলেছিলেন তাদের কাছে জয়ললিতার ভাইপো দীপকের সম্মতি রয়েছে। কিন্তু এখন শুনছি নতুন কথা। এটা খুবই দুঃখজনক। এই বায়োপিক নিয়ে আমি অন্যরকম এক প্রত্যাশা করছিলাম। কিন্তু আচমকা এই জটিলতা তৈরি হওয়ায় আমি বেশ আশাহত। তবে আমার বিশ্বাস এই জটিলতা কেটে উঠবে। দেখা যাক, কোথাকার জল কোনদিকে গড়ায়!'