প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত তারা

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
অবশেষে ঘোষিত হলো চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের নাম। গত বৃহস্পতিবার ২০১৭ ও ২০১৮ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে তথ্য মন্ত্রণালয়। এবারের তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে বেশ কয়েকজন আছেন যারা প্রথমবারের মতো এমন রাষ্ট্রীয় পুরস্কার পেতে যাচ্ছেন। আর এই পুরস্কারপ্রাপ্তির খবরে উচ্ছ্বসিত তারা। নীরবে নিভৃতে জীবন কাটানো রঙিন মানুষ সুজাতা। ১৯৬৫ সালের রূপবান চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন তিনি। ষাটের দশক থেকেই মুগ্ধতা ছড়িয়ে আসছেন ঢাকাই সিনেমায়। তবে অনেক দিন ধরেই অভিনয় থেকে বাইরে তিনি। চলচ্চিত্র বিষয়ক কিছু অনুষ্ঠানে হঠাৎ দেখা মেলে তার। অভিনয়ের দীর্ঘ সময় পেরিয়ে এলেও পাননি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে এবার বাংলা চলচ্চিত্রের এই অভিনেত্রীকে আজীবন সম্মাননা দিচ্ছে সরকার। ২০১৭ সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন সালমা বেগম সুজাতা। এ সময়ের আলোচিত অভিনেত্রী রুনা খান। মঞ্চ দিয়ে অভিনয় শুরু। এরপর নাটক ও বিজ্ঞাপনের পাশাপাশি কাজ করেন চলচ্চিত্রেও। ছোটপর্দার মতো বড় পর্দাতেও রয়েছে তার সুনাম। তার অভিনীত সব ছবিতেই প্রাণবন্ত অভিনয় নিয়ে হাজির হয়েছেন দর্শকের সামনে। ২০১৭ সালে মুক্তি পাওয়া 'হালদা' ছবিতে অনবদ্য অভিনয় দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডের মন জয় করেছেন অভিনেত্রী রুনা খান। অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার পাশাপাশি ২০১৭ সালের জন্য সেরা পার্শ্বচরিত্রে নির্বাচিত হয়েছেন রুনা। ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন এই অভিনেত্রী। প্রথমবারের মতো রাষ্ট্রীয় স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন চিত্র নায়ক সাইমন। ফেরদৌসের পাশাপাশি যৌথভাবে সেরা অভিনেতা হয়েছেন তিনি। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত 'জান্নাত' ছবিতে দারুণ অভিনয় করে জুরি বোর্ডের সদস্যদের মন জয় করেন তিনি। সেই সঙ্গে ক্যারিয়ারে প্রথমবারের মতো রাষ্ট্রীয় এ স্বীকৃতি পেলেন সাইমন। প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে বেশ উচ্ছ্বসিত সাইমন। এই পুরস্কার পাওয়ার অনুভূতি প্রকাশ করে সাইমন সাদিক বলেন, 'আলহামদুলিলস্নাহ। এটা আমার অল্প জীবনে সেরা অর্জন। মহান আলস্নাহর অশেষ রহমতে, আপনাদের সবার দোয়ায় 'জান্নাত' চলচ্চিত্রে অভিনয়ে বিশেষ ভূমিকা রাখার জন্য সম্মানিত জুরি বোর্ড আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৮-এর সেরা চলচ্চিত্র অভিনেতা ২০১৮ সম্মাননা দিতে যাচ্ছে। এই পুরস্কার আমার মতো অভিনয় শিখতে চাওয়া ছেলের কাছে জীবনের সবচেয়ে বড় অর্জন।' আরেফিন শুভ বিনোদন জগতে পা রাখেন মডেলিং দিয়ে। পরবর্তীতে কাজ করেন নাটকে। ২০১০ সালে 'জাগো' চলচ্চিত্রের মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হয় তার। এরপর থেকে চলচ্চিত্রেই ব্যস্ত হয়ে পড়েন তিনি। বেশকিছু আলোচিত ছবিত্রে অভিনয় করে প্রশংসিত হন। ২০১৭ সালের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে 'ঢাকা অ্যাটাক'। এই ছবির নায়ক আরেফিন শুভর অভিনয়কে স্বীকৃতি দিয়েছে জুরি বোর্ড। ফলে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন শুভ। এ নিয়ে তিনি বলেন, 'খুব ভালো লাগছে। এতে আমার অভিনয়ের প্রতি দায়িত্ববোধ বেড়ে গেল। সবার কাছে দোয়া চাই ভবিষ্যতে চলচ্চিত্রের জন্য আরও ভালো কিছু যেন করতে পারি।' টেলিভিশন নাটকের পরিচিত মুখ শাহাদাৎ হোসেন। দীর্ঘদিন ধরেই অভিনয় করছেন। নাটক ও চলচ্চিত্রে তার সরব উপস্থিতি দর্শকদের নজরে পড়ে। ২০১৭ সালে মুক্তি পাওয়া বদরুল আনাম সৌদের 'গহীন বালুচর' ছবিতে অনবদ্য অভিনয় করে শাহাদাৎ হোসেন পেতে যাচ্ছেন রাষ্ট্রীয় পুরস্কার। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বীকৃতি পেলেন তিনি। অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাহাদাৎ বলেন, 'এ ভালোলাগার অনুভূতি বোঝানো সম্ভব নয়।' প্রথমবারের মতো শ্রেষ্ঠ সুরকার হিসেবে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় গায়ক বাপ্পা মজুমদার। 'সত্তা' চলচ্চিত্রের 'না জানি কোন অপরাধে' গানটির সুরের জন্য তিনি পাচ্ছেন পুরস্কারটি। এ প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাপ্পা মজুমদার। জানিয়েছেন এমন একটি পুরস্কারের জন্য নির্বাচিত হয়ে তিনি ভীষণ আনন্দিত। লিখেছেন শুভানুধ্যায়ীদের ভালোবাসা আর শুভেচ্ছায় আপস্নুত তিনি! তিনি লিখেন, 'আজ আমি সত্যিই ভীষণ আনন্দিত। এভাবে আসলে কখনোই বলা হয়ে ওঠে না। উপলক্ষও হয়ে ওঠে না! এতো এতো শুভানুধ্যায়ীর ভালোবাসা আর শুভেচ্ছায় আমি আপস্নুত! আমি প্রথমবারের মতো জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছি, 'সত্তা' ছবিতে শ্রেষ্ঠ সুরকার হিসেবে আমার নাম উলেস্নখ করা হয়েছে, আমি সত্যিই আনন্দিত ও সম্মানিত। আমি সম্মানিত জুরি বোর্ডের সবাইকে শ্রদ্ধা জানাই।' সেই সঙ্গে 'সত্তা' ছবির পরিচালক, গানের গীতিকার, কণ্ঠশিল্পী মমতাজকেও ধন্যবাদ জানান তিনি। প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন বদরুল আনাম সৌদ। 'গহীন বালুচর' ছবির জন্য ২০১৭ সালের সেরা পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। এটি তার প্রথম চলচ্চিত্র। সেরা পরিচালক হিসেবে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন মোস্তাফিজুর রহমান মানিক। এর আগে তার নির্মিত ছবি থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও পরিচালক হিসেবে নির্বাচিত হননি। এবারে তার 'জান্নাত' ছবিটির জন্য ২০১৮ সালের সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন।