হেনস্তার শিকার বাউল কার্তিক দাস

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৯, ০০:০০

বিনোদন ডেস্ক
মঞ্চে উঠতে দেরি হওয়ায় শিল্পী কার্তিক দাস বাউলকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়র শিক্ষার্থীরা। এ ঘটনায় রীতিমতো মর্মাহত এ শিল্পী। এবার থেকে অনুষ্ঠান করতে যাওয়ার কথা দু'বার ভাববেন বলেই দাবি তার। এদিকে গত ৫ নভেম্বর সন্ধ্যায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান করতে গিয়েছিলেন কার্তিক দাস বাউল। হুগলির গুসকরা থেকে আরামবাগ হয়ে মেদিনীপুরে যাওয়ার কথা ছিল শিল্পীর। তার দাবি, রাস্তা অত্যন্ত খারাপ। আবার তার উপর মাঝরাস্তায় গাড়ি খারাপ হয়ে যায় তার। তাই স্বাভাবিকভাবে অনুষ্ঠান মঞ্চে পৌঁছতে দেরি হয় শিল্পীর। গাড়ি থেকে নেমে সোজা মঞ্চে উঠে যান কার্তিক দাস বাউল। মঞ্চে উঠেই অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষারত ছাত্রছাত্রীদের কাছে ক্ষমা চেয়ে নেন শিল্পী। তা সত্ত্বেও মঞ্চের নীচ থেকে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। মানসিকভাবে ভেঙে পড়েন শিল্পী। পরে অবশ্য প্রায় ঘণ্টা দুয়েক ধরে অনুষ্ঠান করেন কার্তিক দাস বাউল। অনুষ্ঠান বেশ উপভোগ করেন ছাত্রছাত্রীরা। তবে অনুষ্ঠান করে বেরোনোর সময় তাকে বেশ কিছুক্ষণ আটকে রেখে বিক্ষোভ দেখানো হয় বলেও অভিযোগ। পরে যদিও কয়েকজনের হস্তক্ষেপে তিনি মুক্তি পান। দীর্ঘ শিল্পীজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি কার্তিক দাস বাউলকে। শিল্পী বলেন, শ্রোতাদের গান শোনানোই আমাদের কাজ। তাই ইচ্ছা করে কোনো অনুষ্ঠানে দেরি করে যাই না আমরা। সেই মতো বেশি সময় হাতে নিয়েই মেদিনীপুর রওনা হয়েছিলাম। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল ছাত্র পরিষদ নেতা প্রবীর আদক। তিনি বলেন, 'কেন এমন ঘটল তা জানা নেই। যা হয়েছে খুব খারাপ হয়েছে। এটা উচিত নয়।'