রহস্যময়ী চরিত্রে পায়েল সরকার

একটা সময় রোমান্টিক বাণিজ্যিক ছবির দিকেই আমার ঝোঁক ছিল। তবে অভিনয়ে যতই পরিণত হচ্ছি ততই বিষয়ভিত্তিক ছবির প্রতি আমার আগ্রহ বাড়ছে। তাই অর্ঘ্যদীপের প্রস্তাব ফেরাতে পারিনি

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৯, ০০:০০

বিনোদন ডেস্ক
পায়েল সরকার
কলকাতার অভিনেত্রী পায়েল সরকার অভিনীত 'মুখোশ' ছবির টিজার সম্প্রতি অবমুক্ত হয়েছে। এতে লাবণ্যময়ী রূপে আত্মপ্রকাশ করেছেন পায়েল। টিজারটি ইউটিউবে অবমুক্ত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগে শুরু হয়েছে পায়েল উন্মাদনা। 'মুখোশ' ছবিটি পরিচালনা করেছেন অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়। ছবিতে খানিকটা ধূসর ছোঁয়াও রয়েছে পায়েলের চরিত্রে। পরিচালক অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায় বলেন, 'সব ঠিকঠাক থাকলে আগামী মাসেই ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।' হারিয়ে যাওয়া বোনকে খুঁজতে গিয়ে এক নারী চরিত্রের নানান দিক তুলে ধরতে চলেছেন পামেলা রূপী পায়েল। মুখোশের আড়ালে পায়েলের চরিত্রটি যে সত্যিই রহস্যময়ী, তার ইঙ্গিত মিলল টিজারেই। এ বিষয়ে পায়েল বলেন, 'একটা সময় রোমান্টিক বাণিজ্যিক ছবির দিকেই আমার ঝোঁক ছিল। তবে অভিনয়ে যতই পরিণত হচ্ছি ততই বিষয়ভিত্তিক ছবির প্রতি আমার আগ্রহ বাড়ছে। তাই অর্ঘ্যদীপের প্রস্তাব ফেরাতে পারিনি। 'মুখোশ' ছবির প্রতিটি পরতে পরতে রহস্য লুকিয়ে আছে। আশা করছি, দর্শক লুফে নিবে।' ছবিতে পায়েলের জামাইবাবুর চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত। পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়। এছাড়াও 'মুখোশ'-এ অভিনয় করেছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং নবাগতা অমৃতা হালদার। ছবির চিত্রনাট্য লিখেছেন অভীক ও সুজয়নীল। সম্পাদনায় অনির্বাণ মাইতি।