ভ্যাসলিন হিলিং প্রকল্পের উদ্বোধন করলেন বিপাশা

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৯, ০০:০০

বিনোদন রিপোর্ট
বিপাশা হায়াত
'ভ্যাসলিন হিলিং প্রজেক্ট ২০১৯'-এর উদ্বোধন করলেন ভ্যাসলিন বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ও জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। সম্প্রতি রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপেস্নক্সে আনুষ্ঠানিকভাবে এবারের প্রকল্পটির উদ্বোধন করেন তিনি। সুবিধাবঞ্চিত মানুষের ত্বকের সুস্থতায় সাহায্য করতে বিগত চার বছরের মতো এবারও ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি ডোনেট করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে সেবামূলক এই উদ্যোগ। এই উপলক্ষে বসুন্ধরা শপিং কমপেস্নক্সে একটি কিয়স্ক ও উন্মুক্ত করেন তিনি। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এমন একটি উদ্যোগের সঙ্গেদন থাকতে পারায় জনপ্রিয় এই অভিনেত্রী জানান, নিজের ভালো লাগার কথা। সেই সঙ্গে বলেন, 'আগের বছরগুলোতে ভ্যাসলিনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার সুবাদে খুব কাছ থেকে সুবিধাবঞ্চিত মানুষের শীতকালীন সমস্যাগুলো দেখার সুযোগ হয়েছে। 'ভ্যাসলিন হিলিং প্রজেক্ট' উদ্যোগের সঙ্গে থেকে আমাদের দেশের মানুষের জন্য কিছু করতে পেরে আমি গর্বিত।' উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের পক্ষ থেকে স্কিন কেয়ার বিভাগের ক্যাটাগরি হেড নুরুল মনোয়ারসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইউনিলিভারের থেকে জানানো হয়, বিগত বছরগুলোতে ভ্যাসলিন ও পার্টনার সংস্থা টিএমএসএস (ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ) একত্রে দেশের প্রত্যন্ত অঞ্চলে শীতার্থ ও সুবিধাবঞ্চিত মানুষের ত্বকের স্বাস্থ্যসেবা দেওয়ার উদ্যোগটি অনেক প্রশংসিত হয়েছে এবং সাধারণ মানুষকে দিতে পেরেছে সহযোগিতা। ভ্যাসলিন হিলিং প্রজেক্টের মাধ্যমে এ বছর প্রায় ৩ লাখের বেশি সুবিধাবঞ্চিত মানুষের কাছে ভ্যাসলিন ও ত্বকসংক্রান্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন তারা।